Nusrat Jahan: ‘বাঁশ দিয়ে ঢাপা ঢাপ ঢাপা ঢাপ’, জনসভা থেকে সাংসদ নুসরত জাহানের হুঁশিয়ারি, রইল VIDEO

Nusrat Jahan: বসিরহাট-১ ব্লকের শাকচূঁড়া-বাগুণ্ডি গ্রামপঞ্চায়েতের সোলাদানা স্কুল মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ারের প্রস্তুতিসভা ছিল। সেখানে গিয়েছিলেন বসিরহাটের তারকা সাংসদ নুসরত জাহান।

Nusrat Jahan: 'বাঁশ দিয়ে ঢাপা ঢাপ ঢাপা ঢাপ', জনসভা থেকে সাংসদ নুসরত জাহানের হুঁশিয়ারি, রইল VIDEO
সাংসদ নুসরত জাহান।
Follow Us:
| Edited By: | Updated on: May 21, 2023 | 9:31 PM

উত্তর ২৪ পরগনা: সামনেই ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট। সেইমতো নির্বাচনী প্রচারও শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। ভোট প্রচার গিয়ে নেতাদের বেলাগাম হওয়াও শুরু। যেমন বসিরহাটের সাংসদ নুসরত জাহান। যাঁকে এলাকায় খুব একটা দেখা যায় না বলেই অভিযোগ ওঠে প্রায় প্রায়। এমনকী একবার তাঁর ‘নিখোঁজ’ সংক্রান্ত পোস্টারও পড়ে এলাকায়। সেই নুসরত রবিবার এলাকায় গিয়ে তাঁর দলের কর্মীদের শিখিয়ে এলেন ‘বাঁশ কঞ্চি নিয়ে’ বিরোধীদের তাড়া করার। বলেন, “কেউ যদি আপনাদের মাথা ঘোরানোর চেষ্টা করেন, বাড়ির পিছনে বাঁশ কঞ্চি যা পাবেন সেটা নিয়ে দৌড় করাবেন।” সাংসদের এহেন বক্তব্যে জোর চর্চা। যদিও এ নিয়ে এখনও বিরোধীদের কোনও মন্তব্য পাওয়া যায়নি।

বসিরহাট-১ ব্লকের শাকচূঁড়া-বাগুণ্ডি গ্রামপঞ্চায়েতের সোলাদানা স্কুল মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ারের প্রস্তুতিসভা ছিল। সেখানে গিয়েছিলেন বসিরহাটের তারকা সাংসদ নুসরত জাহান। তিনি বলেন, “বাংলার জন্য কোটি কোটি টাকা আসার কথা দিল্লি থেকে। কিন্তু মানুষের কাজ যাতে দিদি করতে না পারে, সেই ষড়যন্ত্রটা ওরা করছে। ১০০ দিনের টাকা বন্ধ করে দিয়েছে। গরিব মানুষের পেটে লাথি মারা। আমরা যখন ওখানে গিয়ে আমাদের মানুষের জন্য চাই, আমাদের কোনও কথা কানে নেয় না।”

এরপরই নুসরত বলেন, “বসিরহাটের মানুষ তোমাকে বড় একটা বাঁশ দিয়ে ঢাপা ঢাপ ঢাপা ঢাপ দেবে এই পঞ্চায়েতে। তা সে বিজেপি আসুক, কংগ্রেস আসুক। আমাদের নেত্রী আমাদের সকলকে একসঙ্গে চলতে শিখিয়েছেন। এটা কি সিরিয়াল চলছে নাকি? এটা সিনেমা নয়, মানুষের জীবন। এখানে ভাগাভাগি, হিংসার জায়গা নেই। মানুষকে ভাল রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আজও লড়াই করে যাচ্ছেন।”