Women harassment: বর্বরতার নজির বঙ্গে! গাছে বেঁধে মাথার চুল কেটে নেওয়া হলো মহিলার
North 24 pargana: এলাকার এক গৃহবধুর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল এক ব্যক্তির।
উত্তর ২৪ পরগনা: ফের মধ্যযুগীয় বর্বতার শিকার এক যুবতী। কোনও ভাবেই যেন বন্ধ করা যাচ্ছে না নীতি পুলিশি। বারবার একই ঘটনার সাক্ষী থাকছে রাজ্য। আবারও পরকীয়া সন্দেহে গাছের সঙ্গে জোড় করে বেঁধে রেখে কেটে নেওয়া হল এক মহিলার চুল। এবারের ঘটনাস্থান উত্তর ২৪ পরগনা।
সূত্রের খবর, এলাকার এক গৃহবধুর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল এক ব্যক্তির। আজ ভোররাতে তার আত্মহত্যার খবর মেলে। স্থানীয়দের দাবি রেল লাইনের উপরে পড়ে রয়েছে তার দেহ। ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছে সে এমনটাই খবর। ওই ব্যক্তির দেহ উদ্ধার করে রেল পুলিশ।
এরপরই তৈরি হয় যত বিপত্তি। এলাকাবাসী ধরেই নেয় যে ওই গৃহবধুর জন্যই আত্মহত্যা করেছে ব্যক্তি। আজ সকালে ওই গৃহবধুর বাড়িতে চড়াও হয় স্থানীয়রা। শুরু হয় তাঁর উপর নির্যাতন। গাছে বেঁধে রেখে মারধর করা হয় গৃহবধুকে। চুল কেটে পরিয়ে দেওয়া হয় জুতোর মালা।
এলাকাবাসীর দাবি ওই গৃহবধুর সঙ্গে এলাকার একাধিক ছেলের সম্পর্ক ছিল। মৃত ব্যক্তির সঙ্গেও প্রায় ছয় থেকে সাত বছর সম্পর্ক ছিল তার।
ঘটনার খবর জানাজানি হওয়ার পর পুলিশ এসে তাঁকে উদ্ধার করে। ওই গৃহবধুর শাস্তির দাবি করেছে এলাকাবাসী।
পরকীয়ার অভিযোগে তুলে মহিলাদের নিগ্রহ করার ঘটনা নতুন নয়। বারবার হেনস্থার শিকার হয়েছেন তারা। সচেতনতার পাঠ পড়িয়েও যেন নীতি পুলিশি আটকানো যাচ্ছে না। কয়েকদিন আগেই মধ্যযুগীয় বর্বরোচিত ঘটনা ঘটে রাজগঞ্জে। নীতিপুলিশি করার অভিযোগ উঠল পঞ্চায়েতের তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনায়, অভিযুক্ত তৃণমূল নেতাকে অবিলম্বে গ্রেফতারির দাবিও তোলে বিজেপি।
গেরুয়া শিবিরের অভিযোগ, ‘পরপুরুষের’ সঙ্গে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন, এই অভিযোগকে কেন্দ্র করে এক মহিলার বাড়িতে লাঠিসোঁটা নিয়ে চড়াও হয়ে তাঁকে বেধড়ক মারধর করে মাথার চুল কেটে গলায় জুতার মালা পরিয়ে দেন প্রতিবেশী মহিলারা। অভিযোগ, তৃণমূল পঞ্চায়েত নেতা সহ শাসক শিবিরের নেতৃত্ব গোটা ঘটনায় উস্কানি দেন। তাঁদের অনুমতি ও উপস্থিতিতেই এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে খবর, নির্যাতিতা মহিলা তাঁর স্বামীকে ছেড়ে দু’বার বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। তবে দু’বারই আবার তিনি নিজে বাড়ি ফিরে আসেন। এ নিয়ে স্বামী-স্ত্রীয়ের তেমন সমস্যা ছিল না। কিন্তু বেশ কয়েকমাস আগে তৃতীয়বার বাড়ি ছেড়ে চলে যান ওই মহিলা। এরপর বিকালে বাড়ি ফিরে এসেছিলেন। তাঁর বাড়ি ফিরে আসার খবর চাউর হতেই গ্রামের মহিলারা হাতে লাঠি নিয়ে একজোট হয়ে রাতেই তাঁর বাড়িতে চড়াও হয়।
অভিযোগ, বাড়িতে ঢুকে বেধড়ক মারধর করা হয় মহিলাকে। তাঁর মাথার চুল কেটে গলায় জুতোর মালা পরিয়ে গ্রামে ঘোরানো হয় বলে অভিযোগ। এদিকে এই খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় বিশাল বাহিনী। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় তাদের। যদিও ঘটনায় কাউকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: Kolkata Building Collapse: আহিরীটোলার পর এবার বড় বাজার! হেলে পড়ল দোতলা বাড়ি