Alipurduar: হেঁটে বা গাড়িতে নয়, দন্ডি কেটেই কামাখ্যার পথে রওনা! সন্ন্যাসীকে দেখে তাজ্জব সকলে

অবন্তিকা প্রামাণিক

অবন্তিকা প্রামাণিক |

Updated on: Jan 01, 2022 | 7:55 PM

West bengal: ২০১৪ সালে রওনা দেন তিনি। আরও চারমাস লাগবে তার কামাখ্যা পৌঁছতে।

Jan 01, 2022 | 7:55 PM
শুধুমাত্র দন্ডি কেটেই কামাখ্যার পথে সাধু সত্যদেব দাস। মানব কল্যাণের  জন্য দন্ডি কেটেই কামাখ্যা মন্দিরের পথে রওনা দিয়েছেন তিনি।

শুধুমাত্র দন্ডি কেটেই কামাখ্যার পথে সাধু সত্যদেব দাস। মানব কল্যাণের জন্য দন্ডি কেটেই কামাখ্যা মন্দিরের পথে রওনা দিয়েছেন তিনি।

1 / 5
গতকাল সোনাপুর থেকে ছয়দিন পর আলিপুরদুয়ার পৌঁছলেন সাধু। আলিপুরদুয়ার শহর সংলগ্ন  বীরপাড়া চৌপথীতে তাঁকে পেয়ে ছেঁকে ধরলেন ভক্তরা। এক-এক করে প্রণাম সারলেন। ওই সন্ন্যাসী জানান, "সেই সুলতানগঞ্জ থেকে মানব কল্যাণে যাত্রা শুরু করেছেন তিনি। ছত্তিশগড়,মধ্যপ্রদেশ,ঝাড়খন্ড,বিহার পেরিয়ে তিনি এখন পশ্চিমবঙ্গে।

গতকাল সোনাপুর থেকে ছয়দিন পর আলিপুরদুয়ার পৌঁছলেন সাধু। আলিপুরদুয়ার শহর সংলগ্ন বীরপাড়া চৌপথীতে তাঁকে পেয়ে ছেঁকে ধরলেন ভক্তরা। এক-এক করে প্রণাম সারলেন। ওই সন্ন্যাসী জানান, "সেই সুলতানগঞ্জ থেকে মানব কল্যাণে যাত্রা শুরু করেছেন তিনি। ছত্তিশগড়,মধ্যপ্রদেশ,ঝাড়খন্ড,বিহার পেরিয়ে তিনি এখন পশ্চিমবঙ্গে।

2 / 5
২০১৪ সাল থেকে এই যাত্রা করেছেন সাধু। এবং তারপর থেকেই চলছে। সব ধর্ম নির্বিশেষে মানব কল্যাণের ব্রত নিয়ে ওই সন্ন্যাসী এখন কামাখ্যার পথে। তিনি স্পষ্ট বলেন,সব রাজ্য আমাদের।ভাষাও আমাদের।

২০১৪ সাল থেকে এই যাত্রা করেছেন সাধু। এবং তারপর থেকেই চলছে। সব ধর্ম নির্বিশেষে মানব কল্যাণের ব্রত নিয়ে ওই সন্ন্যাসী এখন কামাখ্যার পথে। তিনি স্পষ্ট বলেন,সব রাজ্য আমাদের।ভাষাও আমাদের।

3 / 5
এই ব্যাপারে স্থানীয় বাসিন্দা সজল দাস বলেন,"ফালাকাটাতে গিয়ে বাবার দর্শন করেছি। আমাদের সোনাপুরে তিনদিন ছিলেন। তিনি কামাখ্যা যাবেন। তাঁর সঙ্গে আছি। তারপর আলিপুরদুয়ার থেকে আরেকটি টিম তাঁকে নিয়ে যাবে। তিনি মূলতঃ হিন্দিভাষী। এটা তার শান্তিযাত্রা। তিনি বৈষ্ণব সাধু। তার দাদা ঠাকুর একজন বিখ্যাত সাধু ছিলেন।

এই ব্যাপারে স্থানীয় বাসিন্দা সজল দাস বলেন,"ফালাকাটাতে গিয়ে বাবার দর্শন করেছি। আমাদের সোনাপুরে তিনদিন ছিলেন। তিনি কামাখ্যা যাবেন। তাঁর সঙ্গে আছি। তারপর আলিপুরদুয়ার থেকে আরেকটি টিম তাঁকে নিয়ে যাবে। তিনি মূলতঃ হিন্দিভাষী। এটা তার শান্তিযাত্রা। তিনি বৈষ্ণব সাধু। তার দাদা ঠাকুর একজন বিখ্যাত সাধু ছিলেন।

4 / 5
জানা যায়, তিনি ২০১৪ সাল থেকে যাত্রা শুরু করেছেন। দন্ডি কেটে কামাখ্যাতে যেতে আরও ৪ মাস লাগবে। প্রতিদিন চার কিমি করে যেতে পারেন। তবে জানতে পারা যায়নি ওই সন্ন্যাসীর বয়স।

জানা যায়, তিনি ২০১৪ সাল থেকে যাত্রা শুরু করেছেন। দন্ডি কেটে কামাখ্যাতে যেতে আরও ৪ মাস লাগবে। প্রতিদিন চার কিমি করে যেতে পারেন। তবে জানতে পারা যায়নি ওই সন্ন্যাসীর বয়স।

5 / 5

Latest News Updates

Follow us on

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla