Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ফোন করে বিরক্ত করছিল যুবক, টোপ দিয়ে ডেকে আনে তরুণী! তারপর মাঝ রাস্তায় যা ঘটল কেলেঙ্কারি কাণ্ড…

Asansol: মার খেয়ে অবশ্য ওই যুবকের দাবি, তাঁকে ডেকে আনা হয়েছিল। তিনি না হলে আসতেন না

ফোন করে বিরক্ত করছিল যুবক, টোপ দিয়ে ডেকে আনে তরুণী! তারপর মাঝ রাস্তায় যা ঘটল কেলেঙ্কারি কাণ্ড...
নিজস্ব চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 02, 2021 | 9:23 PM

আসানসোল: বিরক্ত করতে না করেছিলেন বার বার। অভিযোগ, তবু পরস্ত্রীকে ফোন, মেসেজে উত্যক্ত করে চলেছিলেন এক যুবক। এরপরই বিষয়টি স্বামীকে জানান ওই তরুণী। টোপ দিয়ে ডেকে আনেন এলাকায়। অভিযোগ, স্বামী-স্ত্রী মিলে বেদম মারধর করেন ওই যুবককে। চড়-থাপ্পড়, কিল, ঘুষি বাদ পড়েনি কিছুই। জামুড়িয়ার আকলপুর মোড়ে এই ঘটনা দেখে রীতিমতো ভিড় জমে যায়। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। যদিও এত কিছুর পরও বুক চিতিয়ে ওই যুবক দাবি করেন, ওই তরুণীর ডাকে সাড়া দিয়েই এসেছেন তিনি।

অভিযোগকারী ওই তরুণীর বক্তব্য, “ও আমাকে বার বার ফোন করে বিরক্ত করছিল। বলেছে আমার স্বামীই নাকি ওকে ফোন নম্বর দিয়েছে। এমনকী আমাকে ওর বউও বলছিল। এরপরই আমাকে বলে তোমাকে গাড়ি করে নিয়ে আসব। তখনই আমার মাথায় বুদ্ধি আসে ওকে হাতেনাতে ধরার। ডেকে পাঠাই। তারপরই মেরেছি।”

অভিযোগ, ওই তরুণীকে গত কয়েকদিন ধরেই বিভিন্ন ধরনের অশ্লীল মেসেজ পাঠাচ্ছিল ওই যুবক। ফোনের অপরপ্রান্ত থেকে আপত্তিকর প্রস্তাব দেওয়া হচ্ছিল আদিবাসী গৃহবধূকে। এরপরই পাল্টা টোপ দেন তিনি। শুক্রবার ডেকে আনেন আকলপুর মোড়ে। সেখানেই স্বামীকে সঙ্গে নিয়ে চলে মার।

আরও পড়ুন: এবার থেকে পুরসভায় ঢুকতে গেলে দেখাতে হবে কোন কোন পরিচয়পত্র, বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল পুরকর্তৃপক্ষ

অভিযুক্ত যুবক প্রভাকর রুইদাস পেশায় রাজমিস্ত্রি। জামুড়িয়ার শ্রীপুরের ডাঙালপাড়ায় বাড়ি। মারধর খেয়েও অবশ্য প্রভাকর নিজের দাবিতে অনড়, “ও মেয়ে ডেকেছিল বলেই না এসেছি। না হলে আমি আসতুম না। আমার যদি প্রাণে ভয় থাকত আমি কি আসতুম?” জামুরিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রভাকরকে আটক করে।

ইমপ্যাক্ট মানে কিন্তু পরিবর্ত নয়, বরং ছাপ ফেলা ক্রিকেটার অংক্রিশ!
ইমপ্যাক্ট মানে কিন্তু পরিবর্ত নয়, বরং ছাপ ফেলা ক্রিকেটার অংক্রিশ!
বিরাট বনাম ধোনির থেকে বড় বিজ্ঞাপন আর কী হতে পারে!
বিরাট বনাম ধোনির থেকে বড় বিজ্ঞাপন আর কী হতে পারে!
সুইংয়ে মতি তাঁর! বিশ্বাসে যেমন মেলায় বস্তু, সুইংয়ে তেমন উইকেট
সুইংয়ে মতি তাঁর! বিশ্বাসে যেমন মেলায় বস্তু, সুইংয়ে তেমন উইকেট
বৈঠকে আইটিসি হোটেলস, আসবে কোনও বিরাট খবর?
বৈঠকে আইটিসি হোটেলস, আসবে কোনও বিরাট খবর?
সামান্য বাড়ল দুই বেঞ্চমার্ক নিফটি-সেনসেক্স, পড়ল জাপানি সূচক নিক্কেই!
সামান্য বাড়ল দুই বেঞ্চমার্ক নিফটি-সেনসেক্স, পড়ল জাপানি সূচক নিক্কেই!
'নির্মম' হায়দরাবাদ ব্যাটিংয়ের বিরুদ্ধে ঋষভ পন্থদের অগ্নিপরীক্ষা!
'নির্মম' হায়দরাবাদ ব্যাটিংয়ের বিরুদ্ধে ঋষভ পন্থদের অগ্নিপরীক্ষা!
বিগ্নেশ থেকে দিগ্বেশ, আইপিএলে ম্যাজিক স্পিনার!
বিগ্নেশ থেকে দিগ্বেশ, আইপিএলে ম্যাজিক স্পিনার!
সেই মাঠ, যোগ হয়েছে ঈশান কিষাণ, ফায়ারিং স্কোয়াডের সামনে ঋষভ পন্থ?
সেই মাঠ, যোগ হয়েছে ঈশান কিষাণ, ফায়ারিং স্কোয়াডের সামনে ঋষভ পন্থ?
প্রীতি-পন্টিংয়ের মন কেড়ে আইপিএলে শুরুতেই ধামাকা!
প্রীতি-পন্টিংয়ের মন কেড়ে আইপিএলে শুরুতেই ধামাকা!
কোটি-কোটি টাকার বরাত, এবার বিনিয়োগকারীদের মালামাল করবে এই শেয়ার?
কোটি-কোটি টাকার বরাত, এবার বিনিয়োগকারীদের মালামাল করবে এই শেয়ার?