Bikash Mishra: বিচারকের নির্দেশে সিবিআই আদালত থেকেই ফের গ্রেফতার বিকাশ মিশ্র
Bikash Mishra: বিকাশকে গ্রেফতারের নির্দেশ দেন তিনি। পাশাপাশি চার দিনের জন্য সিবিআই তাদের নিজেদের হেফাজতে যাওয়ার নির্দেশ দেওয়া হবে।
আসানসোল : কয়লা পাচার কান্ডে আবারও গ্রেফতার বিকাশ মিশ্র। বিচারক রাজেশ চক্রবর্তী নিজের এজলাস থেকেই বিকাশ মিশ্রকে গ্রেফতারের নির্দেশ দেন। সিবিআই বিকাশ মিশ্রকে বিচারকের নির্দেশে এজলাস থেকেই গ্রেফতার করে। তাকে ৪ দিনের সিবিআই হেফাজতে নির্দেশ দেন বিচারক রাজেশ চক্রবর্তী। কলকাতা হাইকোর্টের নির্দেশে বিকাশ মিশ্র জামিন পায়। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে চলে যায় সিবিআই। সিবিআই সুপ্রিমকোর্টকে জানায় চার দিন যদি বিকাশকে হেফাজতে পাওয়া যায় তাহলে কয়লা পাচার কান্ডের তদন্ত অনেকটাই এগোনো যাবে। বহু তথ্য সিবিআই সুপ্রিম কোর্টে জমাও করে। বিকাশ মিশ্রর নামে সুপ্রিম কোর্ট সেই শুনানি শোনার পর তথ্য গুলি দেখার পর চার দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। এই নির্দেশ দেওয়া হয়েছিল চলতি বছরের ১০ এপ্রিল।
তারপরেও বেশ কয়েক মাস কেটে গেলেও বিকাশ মিশ্রকে সিবিআই নিজেদের হেফাজতে নিতে পারেনি। শুক্রবার আসানসোল সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী রীতিমতো ভর্ৎসনা করেন বিকাশকে। সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করা হচ্ছে বলেও তিনি বলেন। শেষমেশ তার আইনজীবী সোমনাথ চট্টরাজ, বিকাশ মিশ্র সঙ্গে কথা বলে এবং বিচারককে বলেন সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্য করতে হবে।
সিবিআই আদালতের বিচারক আদালতের মধ্যেই বিকাশ মিশ্রকে গ্রেফতারের নির্দেশ দেন ও সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ৪ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন। সিবিআই সঙ্গে সঙ্গেই আদালত থেকেই বিকাশকে নিজেদের হেফাজতে নিয়ে নেয়। বিকাশের পরবর্তী শুনানি চলতি মাসের ১৬ তারিখে রয়েছে।
বিকাশ বিচারকের কাছে গিয়ে আর্জি করেন তাকে আর কিছুদিনের সময় দেওয়া হয়। পুনরায় তিনি সুপ্রিম কোর্টের দারস্ত হবে। কিন্তু বিচারক বলেন, “সুপ্রিম কোর্টের নির্দেশ বেশ কয়েক মাস হয়ে যাওয়ার পরেও বিকাশকে হেফাজতে দেওয়ার নির্দেশ আমি দিতে পারেনি। সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করার সাধ্য আমার নেই। সুপ্রিম কোর্টের নির্দেশকে বহাল রাখাই আমার দায়িত্ব। আমি আর কোন কথা শুনতে চাই না।” বিকাশকে গ্রেফতারের নির্দেশ দেন তিনি। পাশাপাশি চার দিনের জন্য সিবিআই তাদের নিজেদের হেফাজতে যাওয়ার নির্দেশ দেওয়া হবে।
সিবিআই কয়লা তদন্তের আইও উমেশ কুমারকে বিচারক জিজ্ঞেস করেন, “আপনারা হেফাজতে নিতে প্রস্তুত?” উমেশ কুমার বলেন, “একদম প্রস্তুত।” তারপরেই সিবিআই বিকাশ মিশ্রকে নিজেদের হেফাজতে নিয়ে নেয়।