Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বেছে বেছে ত্রাণ বিলি! তৃণমূলের বিক্ষোভের মুখে বিধায়ক অগ্নিমিত্রা

অগ্নিমিত্রা পলের দেহরক্ষীর সঙ্গে বচসা ও ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে রানীগঞ্জের পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা বিনোদ নুনিয়ার বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বেছে বেছে ত্রাণ বিলি! তৃণমূলের বিক্ষোভের মুখে বিধায়ক অগ্নিমিত্রা
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Jun 19, 2021 | 8:32 PM

আসানসোল: ত্রাণ দিতে গিয়ে হেনস্থার শিকার হলেন আসানসোল দক্ষিণের বিধায়ক (BJP MLA) অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। অভিযোগ, বেছে বেছে বিজেপি-র লোকেদেরই ত্রাণের ত্রিপল দিচ্ছেলেন বিধায়ক। এই অভিযোগ করে অগ্নিমিত্রা পালের গাড়ি আটকে বিক্ষোভ দেখালেন রানিগঞ্জের তৃণমূল নেতা-কর্মীরা।

এদিন রানীগঞ্জের জেকে নগরে ত্রাণবিলি করতে যান বিজেপি বিধায়ক। সেখানে হঠাৎই বিক্ষোভের মুখে পড়েন তিনি। তাঁর গাড়ি আটকে দাঁড়ায় কয়েকজন। পরে জানা গিয়েছে, রানীগঞ্জের তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি বিনোদ নুনিয়ার নেতৃত্বে এই বিক্ষোভ হয়। অগ্নিমিত্রা পলের দেহরক্ষীর সঙ্গে বচসা ও ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে রানীগঞ্জের পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা বিনোদ নুনিয়ার বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

জানা গিয়েছে, এদিন বিধায়ক অগ্নিমিত্রা নিজের বিধানসভা এলাকায় ত্রিপল সহ অন্য ত্রাণ নিয়ে গিয়েছিলেন। তখনই রানীগঞ্জের জেকে নগর এলাকায় বিজেপি বিধায়কের গাড়ি আটকে দাঁড়ান তৃণমূল কর্মীরা। রানিগঞ্জ গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি বিনোদ নুনিয়ার অভিযোগ, বিধায়ক বেছে বেছে বিজেপি-র লোকেদের ত্রিপল দিচ্ছেন। এলাকার সাধারণ মানুষ এবং তৃণমূল সমর্থকদের কেন দেওয়া হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এ নিয়ে রীতিমতো বিধায়কের সঙ্গে বচসা শুরু হয়ে যায় বিনোদের। বিক্ষোভ চলাকালীন তৃণমূল নেতা বিনোদ নুনিয়া বিধায়কের দেহরক্ষীর সঙ্গে বচসায় জড়ান। ধাক্কাধাক্কি শুরু হয়।

আরও পড়ুন: কিশোরীকে মদ খাইয়ে অর্ধনগ্ন ভিডিয়ো ভাইরাল! গ্রেফতার তৃণমূল নেত্রী

এদিকে অগ্নিমিত্রা বিনোদকে আশ্বাস দিয়ে বলেন, “তৃণমূল বা বিজেপি বলে নয়, আমি সকলের বিধায়ক। সকলকেই ত্রিপল দেওয়ার ব্যবস্থা করা হবে।” পরে পুলিশ পৌঁছে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি। এই ঘটনার পর অগ্নিমিত্রা বলেন, “ত্রিপল দিতে গিয়েছিলাম। হঠাৎই ৫০-৬০ জন লোক আমার গাড়ি ঘিরে ধরল। আমার জেনারেল সেক্রেটারিকে চড় থাপ্পড় মেরে ফোন কেড়ে নেওয়া হয়।” এই ধরনের আচরণ কখনও কাম্য নয় বলে মন্তব্য করেন আসানসোল দক্ষিণের বিধায়ক।