কয়লাকাণ্ড: এবার খনি বিশেষজ্ঞ নিয়ে অভিযান সিবিআইয়ের

পাচারকারীদের হাত কত দূর তা জানতেই এই বিশেষ অভিযান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার।

কয়লাকাণ্ড: এবার খনি বিশেষজ্ঞ নিয়ে অভিযান সিবিআইয়ের
ফাইল ছবি।
Follow Us:
| Updated on: Feb 01, 2021 | 5:18 PM

পশ্চিম বর্ধমান: কয়লা পাচারকাণ্ডের (Coal Scam) তদন্তে এবার খনি বিশেষজ্ঞের দল নিয়ে ময়দানে নামল সিবিআই। সোমবার ইসিএলের বিভিন্ন এলাকায় অভিযান চালায় তদন্তকারীদের একটি দল। ইসিএলের ভিজিলেন্স, ইসিএল কর্তৃপক্ষ ও সিআইএসএফ নিয়ে অণ্ডালের বেআইনি কয়লা খনি এলাকায় ঘুরে বেড়ায় তারা। মূলত এখানকার অবৈধ খনিগুলি থেকে কতটা কয়লা উত্তোলন করা হয়েছে এবং কোন কোন জায়গা থেকে তা তোলা হয়েছে সেটাই খতিয়ে দেখতে এই অভিযান।

আরও পড়ুন: Budget 2021: আয়কর থেকে ভ্যাকসিন, নির্মলার ৯ বড় প্রস্তাব

গত কয়েকদিনে একাধিকবার আসানসোল, দুর্গাপুরের বিস্তীর্ণ খনি এলাকায় হানা দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। কয়লাকাণ্ডের মূল চাঁই অনুপ মাজি ওরফে লালা যেমন ইতিমধ্যেই সিবিআইয়ের আতস কাঁচের নিচে। তেমনই লালা ঘনিষ্ঠ একাধিক প্রভাবশালীর উপরও নজর রয়েছে তদন্তকারীদের।

আরও পড়ুন: সবেমাত্র বাইকটা দাঁড় করিয়েছিলেন, মা উড়ালপুল থেকে ছিটকে নীচে পড়ে গেলেন যুবক!

এরইমধ্যে এদিন পশ্চিম বর্ধমান জেলার অণ্ডাল থানা এলাকার কাজোরা এরিয়ার হরিশপুর, লছিপুর ও টপলাইন এলাকায় ৩০ জনের একটি দল বের হয়। সকাল থেকে শুরু হয় ফিতে দিয়ে মাপজোক। মাটির নিচে কতটা গভীরে এবং কতটা জায়গা জুড়ে কয়লা উত্তোলন হয়েছে সরেজমিনে তা খতিয়ে দেখেন সিবিআই আধিকারিকরা।