‘নকল’দের কাণ্ডে জেরবার ‘আসল’ বিডিও! দৌড়লেন পুলিশের দুয়ারে

BDO: রূপনারায়ণপুর ব্লক কার্যালয়ের বাইরে পাঁচিলের পাশে বিডিও এবং ব্লক সভাপতির গাড়ি দাঁড় করানো থাকে। গাড়ির সামনে তাদের সরকারি পদ উল্লেখ করে ফলক লাগানো।

'নকল'দের কাণ্ডে জেরবার 'আসল' বিডিও! দৌড়লেন পুলিশের দুয়ারে
নিজস্ব চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Aug 04, 2021 | 8:30 PM

আসানসোল: ভুয়ো আইএএস, ভুয়ো সিবিআই, ভুয়ো মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বিতর্কের মধ্যেই অবাক করা কাণ্ড ঘটল আসানসোলের সালানপুর ব্লকে। বিডিও’র সরকারি গাড়ির সঙ্গে নিজেদের যুক্ত করে কয়েকজন যুবক এমনভাবে ছবি তুলে সেগুলি শেয়ার করলেন যা দিয়ে দেখানোর চেষ্টা, তাঁরাই যেন বিডিও। ঘটনায় পুলিশের দ্বারস্থ হলেন সালানপুরের ‘আসল’ বিডিও অদিতি বসু।

বিডিও’র সরকারি গাড়ির সামনে মেটাল প্লেটে লেখা আছে – ‘গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, বিডিও, অন ডিউটি।’ এই নাম ফলকটিকে দৃশ্যমান রেখে গাড়ির বনেটে কনুইয়ের উপর হেলান, কোথাও আবার হাত রেখে ঠেস দিয়ে দাঁড়িয়ে ছবি তুলে সোশ্যাস মিডিয়ায় নিজেদের সরকারি আধিকারিক হিসাবে দেখানোর প্রয়াস।

এই বিষয়টি নজরে আসতেই চমকে গিয়েছেন সালানপুর বিডিও অদিতি বসু। রূপনারায়ণপুর ব্লক কার্যালয়ের বাইরে পাঁচিলের পাশে বিডিও এবং ব্লক সভাপতির গাড়ি দাঁড় করানো থাকে। গাড়ির সামনে তাদের সরকারি পদ উল্লেখ করে ফলক লাগানো। কিন্তু সেই গাড়ির সঙ্গে যুক্ত করে নিজেদের ছবি তুলিয়ে তা প্রকাশ্যে আনা খুব একটা যুক্তিগ্রাহ্য কাজ নয় বলে মনে করছে সরকারি মহল।

একটি সূত্রে জানা গিয়েছে, প্রাইভেট কোম্পানিতে কর্মরত কয়েকজন যুবক আধার লিঙ্কের কাজ করছেন ওই ব্লকে। তাঁদেরই একাংশ নিজেদের সরকারি আধিকারিক হিসেবে দেখানোর জন্য এই কাজ করে থাকতে পারেন বলে অনুমান। তবে যাঁরাই হোক না কেন এই কাজটি একেবারেই গ্রহণযোগ্য নয়, তা পরিষ্কার প্রশাসনের কাছে। সোশাল মিডিয়ায় সালানপুর বিডিওর গাড়ি নিয়ে যাদের ছবি দেখা গেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিডিও অদিতি বসু।

বিডিও-র কথায়, “কৌতূহলবশতও বিডিও’র গাড়ির সঙ্গে এইভাবে ছবি তোলা যায় না। এতে সরকারি বিধি লঙ্ঘিত হচ্ছে। এই ছবি দেখিয়ে কাউকে প্রলোভিত করা বা প্রভাবিত করার ঘটনা যদি কোনভাবে ঘটে থাকে তাহলে তা শাস্তিযোগ্য অপরাধ বলে মনে করা হচ্ছে। পুলিশ ইতিমধ্যেই ওই যুবকদের সম্বন্ধে খোঁজখবর শুরু করেছে।” আরও পড়ুন: হাজার টাকার অক্সিমিটারের ঘণ্টায় ভাড়া ৫০০ টাকা! হাসপাতালের ‘চার্ট’ দেখে ‘থ’ মহকুমা শাসক!