Cow Smuggling Case: গরু পাচার মামলায় জামিন পাচ্ছেন না বিকাশ মিশ্র, জেল হেফাজতেও জেরা করতে পারবে CBI

Asansol: গরু পাচার মামলায় শুক্রবার আসানসোল বিশেষ আদালতে তোলা হয় বিকাশ মিশ্রকে। মামলায় বিকাশ মিশ্রর আইনজীবীরা তার জামিনের জন্য আবেদন করেছিলেন। সেই আবেদনের বিরোধিতা করেন সিবিআইয়ের আইনজীবীরা।

Cow Smuggling Case: গরু পাচার মামলায় জামিন পাচ্ছেন না বিকাশ মিশ্র, জেল হেফাজতেও জেরা করতে পারবে CBI
আসানসোল আদালতে গরু পাচার মামলার শুনানি
Follow Us:
| Edited By: | Updated on: May 06, 2022 | 3:53 PM

আসানসোল : গরু পাচার মামলার (Cow Smuggling Case) বিকাশ মিশ্রর (Bikash Mishra) জামিনের আবেদন খারিজ করল আসানসোলের বিশেষ আদালত (Asansol Court)। তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। মামলায় পরবর্তী শুনানির দিন স্থির হয়েছে ২০ মে। আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী শুক্রবার এই নির্দেশ দেন। এর পাশাপাশি সিবিআই (CBI) আইনজীবীদের আবেদন ছিল, যাতে জেল হেফাজতে থাকাকালীনও এই মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা যায়। সিবিআইয়ের সেই আবেদন মঞ্জুর করেছেন বিচারক রাজেশ চক্রবর্তী। গরু পাচার মামলায় শুক্রবার আসানসোল বিশেষ আদালতে তোলা হয় বিকাশ মিশ্রকে। মামলায় বিকাশ মিশ্রর আইনজীবীরা তার জামিনের জন্য আবেদন করেছিলেন। সেই আবেদনের বিরোধিতা করেন সিবিআইয়ের আইনজীবীরা।

উল্লেখ্য, ইতিমধ্যেই এই মামলায় সিবিআই বিকাশ মিশ্রকে ১০ দিনের জন্য নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে। এর আগে ২২ এপ্রিল বিকাশ মামলাটি আদালতে পেশ করা হয়েছিল। কিন্তু গরমের জন্য আসানসোল আদালতে আইনজীবীদের কর্মবিরতি ছিল সেই সময়। এর ফলে সে দিন কোনও শুনানি হয়নি আদালতে। ফলে বিকাশ মিশ্রর আইনজীবীরা এই মামলায় অভিযুক্তর জামিনের আবেদনও করতে পারেননি বিচারকের কাছে। স্বাভাবিক ভাবেই শুনানি না হওয়ায় বিচারক রাজেশ চক্রবর্তী বিকাশ মিশ্রকে জেল হেফাজতের নির্দেশ দেন। দুটি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয় ৬ মে। সেই মত বিকাশকে শুক্রবার আসানসোল বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয়।

এর আগে ১০ দিনের সিবিআই হেফাজতের মেয়াদ শেষের পরে গত ১৮ এপ্রিল তাকে আসানসোল আদালতে পেশ করা হয়েছিল। সেদিন গরু পাচার মামলায় ( আরসি ১৯) দুই পক্ষের আইনজীবীদের সওয়াল-জবাব শেষে বিকাশ মিশ্রর জামিনের আবেদন খারিজ করে দিয়েছিলেন বিচারক রাজেশ চক্রবর্তী। সেই সময় তাকে চার দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন বিচারক। পরবর্তী শুনানির দিন ঠিক হয়েছিল ২২ এপ্রিল। কিন্তু ওই দিনে শুনানি না হওয়ায় শুক্রবার ওই শুনানি হয়।