Durgapur Murder: মেয়ের সামনেই স্ত্রীর সঙ্গে চরম কাজ গাড়িচালকের, ভয়ঙ্করকাণ্ড দুর্গাপুরে
Durgapur Murder: পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহম্মদ আকিল একজন পেশায় গাড়িচালক। কয়েক বছর আগে নূরকে ভালবেসেই বিয়ে করেছিলেন তিনি।
দুর্গাপুর: বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে মেয়ের সামনে স্ত্রীর গলায় ওড়নার ফাঁস লাগিয়ে খুনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। সোমবার সকালে দুর্গাপুরের ২২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সিএমইআরআই কলোনি সংলগ্ন বরফকল বস্তি এলাকায় শ্বাসরোধ করে স্ত্রীকে খুনের অভিযোগ ওঠে স্বামীর বিরুদ্ধে। মৃতের নাম নূর পারভিন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহম্মদ আকিল একজন পেশায় গাড়িচালক। কয়েক বছর আগে নূরকে ভালবেসেই বিয়ে করেছিলেন তিনি। কিন্তু গত কয়েক বছরে তাঁদের সম্পর্কের অবনতি হয়।
বর্তমানে তাঁদের দুই মেয়েও রয়েছে। কিন্তু তাঁদের মধ্যে সম্পর্ক আরও খারাপ হয়। এলাকারই এক যুবকের সঙ্গে স্ত্রীর সম্পর্ক গড়ে উঠেছে বলে মনে করতে থাকেন আকিল। তাতে সংসারে অশান্তি আরও বেড়ে যায়। রবিবার রাতে স্বামী স্ত্রীর মধ্যে এ নিয়ে ঝগড়া হয়। সোমবার সকালে দুই মেয়েকে স্কুলে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে আবারও ঝগড়া শুরু হয়।
অভিযোগ, সেই সময় ঘরের ভিতর দরজা বন্ধ করে মেয়ের সামনে স্ত্রীর গলায় ওড়নার ফাঁস লাগিয়ে খুন করে মহম্মদ আকিল। মৃতার মেয়ে আসমা পারভিন পুলিশকে এই কথা জানিয়েছেন। দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। অভিযুক্ত মহম্মদ আকিলকে গ্রেফতার করেছে দুর্গাপুর থানার পুলিশ ।