Durgapur: এবার ECL কর্মীকে মারধর, প্রাণে মারার হুমকি, অভিযুক্ত TMC নেতা বললেন, ‘নিজের মনে করে একটু বকাবকি করেছি’
Durgapur: জানা গিয়েছে, অভিযোগকারী ইসিএল কর্মী অণ্ডালের নব কাজোড়া খাস কোলিয়ারি এলাকায় কর্মরত। তাঁর নাম সদানন্দ নুনিয়া। রবিবার তিনি অন্ডাল থানায় অভিযোগ দায়ের করেন ওই তৃণমূল নেতার নামে।গন্ডগোলের সূত্রপাত শনিবার বিকেলে।
দুর্গাপুর: এক ইসিএল কর্মীকে বেধড়ক মারধর। তাঁকে প্রাণে মেরে ফেলারও হুমকি তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযুক্তের নাম বিষ্ণুদেব নুনিয়া। তিনি পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সহ সভাধিপতি। অভিযোগ ভিত্তিহীন দাবি তৃণমূল নেতার।
জানা গিয়েছে, অভিযোগকারী ইসিএল কর্মী অণ্ডালের নব কাজোড়া খাস কোলিয়ারি এলাকায় কর্মরত। তাঁর নাম সদানন্দ নুনিয়া। রবিবার তিনি অন্ডাল থানায় অভিযোগ দায়ের করেন ওই তৃণমূল নেতার নামে।গন্ডগোলের সূত্রপাত শনিবার বিকেলে। সদানন্দ নুনিয়া নামে ইসিএল কর্মী অন্ডালের খাস কাজোড়া কোলিয়ারির ক্লার্ক পদে কর্মরত। চাকরির নিয়োগের ফাইল সংক্রান্ত কিছু সমস্যা হয় বলে অভিযোগ। ইসিএল কর্মী সদানন্দ নুনিয়ার অভিযোগ আচমকা অফিসে ঢুকে প্রভাবশালী তৃণমূল নেতা বিষ্ণুদেব নুনিয়া তাকে মারধর করে, এমনকি প্রাণে মেরে ফেলারও হুমকি দেয় বলে অভিযোগ। সদানন্দবাবু বলেন, “আহত সদানন্দ নুনিয়া বলেন, “আমার পিছন থেকে এসে হামলা করল উনি। মারধর করেছে। অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম।”
ভীত ইসিএল কর্মী অন্ডাল থানায় অভিযোগ করে। ভিত্তিহীন অভিযোগ দাবি করে পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সহ সভাধিপতি তথা প্রভাবশালী তৃণমূল নেতা বিষ্ণুদেব নুনিয়া। তিনি জানিয়েছেন, যা বলা হচ্ছে এই রকম কোনও বিষয় নয়, একটু বকাবকি করেছি নিজের মনে করে। এটাকে অহেতুক জটিল করে তোলা হচ্ছে। প্রসঙ্গত, শনিবার এক মহিলা বন আধিকারিককে হুমকি দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন অখিল গিরি। দল কঠোর হতেই কার্যত পদত্যাগ পত্র পাঠান তিনি। এরপর হাবড়ায় আরও এক তৃণমূল নেতা বোতল বিডিওকে বোতল ছুড়ে মারেন বলে অভিযোগ ওঠে। এরই মধ্যে দুর্গাপুর থেকে এল একই খবর।