ঘরছাড়া সিপিএম কর্মীদের কাছে ক্ষমা চেয়ে বাড়ি ফেরালেন তৃণমূল বিধায়ক

"ভোটের দিন যাঁদের তৃণমূল কর্মী হিসাবে দেখতে পাওয়া যায়নি। তাঁরাই তৃণমূল জেতার পর ফটকা ফাটিয়ে পাড়ায় সবুজ আবির খেলছে! তার পর নিজেদেরকে তৃণমূল কর্মী বলে সিপিএম ও বিজেপির ওপর হামলা চালাচ্ছে।''

ঘরছাড়া সিপিএম কর্মীদের কাছে ক্ষমা চেয়ে বাড়ি ফেরালেন তৃণমূল বিধায়ক
ঘরছাড়া বিরোধী কর্মীদের সঙ্গে তৃণমূল বিধায়ক
Follow Us:
| Updated on: May 08, 2021 | 10:07 PM

আসানসোল: একুশের বিধানসভা ভোটের (WB Assembly Election 2021) ফল বেরতেই রাজ্যজুড়ে রাজনৈতিক হিংসার খবর। চলছে শাসক-বিরোধী তরজা। এই প্রেক্ষিতে রাজনৈতিক সৌজন্যের ছবি আসানসোলে। ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়া সিপিএম (CPIM) কর্মীদের ঘরে ফেরানোর উদ্যোগ নিলেন তৃণমূল (TMC) বিধায়ক। শুধু তাই নয়, ভয় দেখানো এবং হিংসা ছড়ানোয় অভিযুক্ত দলীয় কর্মীদের তীব্র ভর্ৎসনা এবং নিন্দা করলেন রানীগঞ্জের তৃণমূল বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় (Tapas Banerjee)।

শুক্রবার বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করেছেন তাপসবাবু। তারপরেই রানীগঞ্জে এসে তিনি খবর পান বহু বিরোধী কর্মী সমর্থক ঘরছাড়া। তাঁদের পরিবারের সদস্যরাও আতঙ্কে রয়েছেন। সেই খবর পাওয়া মাত্রই রানীগঞ্জ শহরের ৩৫ নম্বর ওয়ার্ডে সিপিএম সমর্থিত কয়েকটি পরিবারের সঙ্গে দেখা করতে ছোটেন বিধায়ক। তাঁদের কাছে কর্মীদের হয়ে ক্ষমাও চান তিনি। আশ্বাস দেন সবাইকে বাড়ি পৌঁছে দেবেন। নিশ্চিন্তে থাকবেন তাঁরা।

যেই কথা সেই কাজ। বিরোধী রাজনৈতিক দলের সমস্ত কর্মীকে এদিন ঘরে ফেরান তিনি। তাঁদের সঙ্গে আড্ডা দিতেও দেখা যায় তৃণমূল বিধায়ককে।

তাঁর এলাকায় ভোট পরবর্তী হিংসা নিয়ে তাপসবাবুর দাবি “ভোটের দিন যাঁদের তৃণমূল কর্মী হিসাবে দেখতে পাওয়া যায়নি। তাঁরাই তৃণমূল জেতার পর ফটকা ফাটিয়ে পাড়ায় সবুজ আবির খেলছে! তার পর নিজেদেরকে তৃণমূল কর্মী বলে সিপিএম ও বিজেপির ওপর হামলা চালাচ্ছে। কিন্তু এসব বরদাস্ত করব না।” বিধায়ক আরও যোগ করেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সাধারণ মানুষের কাছে আবেদন করেছে হিংসার রাজনীতি নয়। রানীগঞ্জ থানার পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে এই ধরনের ঘটনা হলে প্রশাসনিকভাবে যেন কড়া ব্যবস্থা নেওয়া হয়।”

বিধায়কের এহেন কাজে আশ্বস্ত বোধ করছেন বিরোধী দলের কর্মী ও সমর্থকেরা। তৃণমূলের শীর্ষ নেতৃত্বও তাপসবাবুর প্রশংসা করেন।

আরও পড়ুন: ‘মুখ্যমন্ত্রীর সদিচ্ছার অভাব’, হিংসা থামাতে রাজ্যপালের দ্বারস্থ দিলীপ ঘোষ 

একই ছবি দেখা গিয়েছে সালানপুরেও। নির্বাচনের ফল প্রকাশের পরেই সালানপুর ব্লকের বহু বিজেপি কর্মী বাড়ি ছাড়া হয়েছিলেন।পলাতক বিজেপি কর্মী সন্তোষ চৈহান-সহ বেশ কিছু কর্মীদের শনিবার সন্ধ্যায় বাড়ি ফিরিয়ে মিষ্টি মুখ করান তৃণমূলের ব্লক সাধারণ সম্পাদক ভোলা সিং।