বেলপাহাড়িতে পথ দুর্ঘটনায় মৃত্যু ঝাড়গ্রামের তৃণমূল কাউন্সিলরের
গাড়ির সামনের অংশ দুমড়ে মুছড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় মহাদেব ও তাঁর গাড়ি চালকের।
পশ্চিম মেদিনীপুর: পথ দুর্ঘটনায় মৃত্যু ঝাড়গ্রামের কাউন্সিলরের। দুর্ঘটনায় মৃত আরও এক জন, আহত ২। রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুরের (Paschim Medipur) ঝাড়গ্রামের বেলপাহাড়ির নারায়ণপুর এলাকায়। মৃত্যু হয় ঝাড়গ্রাম পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের তৃণমূলের বিদায়ী কাউন্সিলর মহাদেব মাহাত ও তাঁর গাড়ি চালকের।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেলপাহাড়ি থানার ঘাগড়া এলাকায় পিকনিক করতে গিয়েছিলেন মহাদেব। পিকনিক থেকে ফেরার সময় নারায়ণপুর এলাকায় গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি গাছে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে। গাড়ির সামনের অংশ দুমড়ে মুছড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় মহাদেব ও তাঁর গাড়ি চালকের।
আরও পড়ুন: শুভেন্দুর রোড শো-র মধ্যেই ঝড়ের গতিতে ঢুকে পড়ল ঘাস ফুল পতাকা লাগানো গাড়ি, তারপর…
ওই গাড়িতেই থাকা বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁরা ঝাড়গ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসাধীন। তরুণ নেতার মৃত্যুতে মর্মাহত স্থানীয় তৃণমূল নেতৃত্ব। খবর পেয়েই হাসপাতালে যান ঝাড়গ্রামের সভাপতি তথা পৌরসভার প্রশাসক প্রশান্ত রায়-সহ তৃণমূলের স্থানীয় উচ্চ নেতৃত্ব।