School Student Protest: এক ধাক্কায় ভর্তি ফি দ্বিগুণ, প্রতিবাদে স্কুলের গেট বন্ধ করে বিক্ষোভ শতাধিক পড়ুয়ার

School Student Protest: এদিন পলাশ চাবড়ি নিগমানন্দ উচ্চ বিদ্যালয়ে একাদশ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ পড়ুয়ারা ভর্তি হতে গিয়ে দেখে এক ধাক্কায় তাদের ভর্তি ফি অনেকটাই বেড়ে গিয়েছে। তাতেই ক্ষোভে ফেটে পড়ে তারা।

School Student Protest: এক ধাক্কায় ভর্তি ফি দ্বিগুণ, প্রতিবাদে স্কুলের গেট বন্ধ করে বিক্ষোভ শতাধিক পড়ুয়ার
স্কুল চত্বরে ব্যাপক বিক্ষোভ
Follow Us:
| Edited By: | Updated on: Jun 19, 2023 | 8:28 PM

চন্দ্রকোনা: দ্বাদশ শ্রেণিতে ভর্তি হলে গেলে দিতে হচ্ছে প্রচুর টাকা। গত বছরের তুলনায় এক ধাক্কায় ভর্তি ফি বেড়ে গিয়েছে অনেকটাই। একেবারে দ্বিগুণের বেশি। কোনও নোটিস ছাড়াই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। তাতেই ক্ষোভে ফুঁসছে স্কুল পড়ুয়া থেকে অভিভাবকেরা। কেন বাড়ানো হল ভর্তি ফি? এই প্রশ্ন তুলেই স্কুলের (School Students Protest) গেটে তালা দিয়ে বিক্ষোভ পড়ুয়াদের। এদিন এ ছবি দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার পলাশ চাবড়ি এলাকায়। কয়েকদিন আগেই বেরিয়েছে একাদশের রেজাল্ট। চলছে দ্বাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া। 

এদিন পলাশ চাবড়ি নিগমানন্দ উচ্চ বিদ্যালয়ে একাদশ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ পড়ুয়ারা ভর্তি হতে গিয়ে দেখে এক ধাক্কায় তাদের ভর্তি ফি অনেকটাই বেড়ে গিয়েছে। যা গত বছরের তুলনায় অনেকটাই বেশি। এরপরই তারা স্কুলের গেট বন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। বিক্ষোভে সামিল হয় স্কুলের প্রায় শতাধিক পড়ুয়া। ব্য়াপক উত্তেজনাও ছড়ায় গোটা এলাকায়। এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের কাছে একটি ডেপুটেশনও জমা দেয় পড়ুয়ারা।

স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে এক আন্দোলনরত পডুয়া বলে, “আগের বছর নেওয়া হয়েছিল ২৪০ টাকা। এ বছর তা এক ধাক্কায় দ্বিগুণেরও বেশি করে দেওয়া হয়েছে। চাওয়া হচ্ছে পাঁচশো টাকা। কেন এমনটা হবে? এটাই প্রশ্ন আমাদের। স্কুল বলছে, কারেন্টের বিল দিতে হচ্ছে, গেস্ট টিচারদের বেতন দিতে হচ্ছে, জলের খরচ দিতে হচ্ছে। কিন্তু, সরকারের থেকে তো ওনারা টাকা পান। তারপরও কেন আমাদের থেকে নেওয়া হবে এত টাকা?” যদিও পড়ুয়াদের এই বিক্ষোভকে বিশেষ আমল দিতে নারাজ স্কুলের প্রধান শিক্ষক উমাশিস চক্রবর্তী। তিন বলছেন, “অল্প সংখ্যক ছাত্র ছাত্রী এই বিক্ষোভ দেখাচ্ছে।” বড় কোনও সমস্যা হয়নি বলেই তাঁর দাবি।