Ghatal: শবযাত্রীদের বেধড়ক মারধরের অভিযোগ, ঘাটালে গ্রেফতার ৮ বিজেপি কর্মী

Ghatal: প্রথমে কথাকাটি থেকে তা গড়ায় হাতাহাতিতে। শুধু তাই নয় প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়িতেও হামলা চালানো হয় বলে অভিযোগ। ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে গ্রামের পরিস্থিতি। খবর পেয়ে রাতেই এলাকায় আসে পুলিশ।

Ghatal: শবযাত্রীদের বেধড়ক মারধরের অভিযোগ, ঘাটালে গ্রেফতার ৮ বিজেপি কর্মী
এখনও চাপা উত্তেজনা এলাকায় Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 18, 2023 | 1:17 PM

ঘাটাল: মৃতদেহ নিয়ে শ্মশানে আসছিল গ্রামের লোকজন। পাশেই চলছিল কালীপুজো। অভিযোগ, শ্মশানে আসার সময়েই শবযাত্রীদের উপর অতর্কিত হামলা চালানো হয় বলে অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনা ঘাটালের দীর্ঘগ্রাম শাসমল পাড়ায়। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। গ্রেফতার আট বিজেপি কর্মী। ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের দাবি, দল পুরো বিষয়টিকে খতিয়ে দেখছে। যদি বিজেপি কর্মীরা এ ধরনের কাজ করে থাকে তাহলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। 

প্রসঙ্গত, এলাকার বাসিন্দা লক্ষণ শাসমল কয়েকদিন আগে গরুর আঘাতে গুরুতরভাবে জখম হন। ভর্তি ছিলেন এসএসকেএম হাসপাতালে। বৃহস্পতিবার বিকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তারপরই দেহ আনা হয় গ্রামে। শুরু হয় শেষকৃত্যের তোড়জোড়। সূত্রের খবর, যে শ্মশানে তাঁকে শেষকৃত্যের জন্য আনা হচ্ছিল তাঁর পাশেই চলছিল কালীপুজোর সাংস্কৃতিক অনুষ্ঠান। এই কালীপুজোর উদ্বোধনে আসতে দেখা গিয়েছে খড়্গপুরের বিধায়ক অভিনেতা হিরন চট্টোপাধ্যায়কে। অভিযোগ, মৃতদেহ আনার সময় শবযাত্রীদের সঙ্গে বচসা শুরু হয় পুজো কমিটির সদস্যদের। এই পুজো কমিটির সদস্যদের একটা বড় অংশ আবার বিজেপি করেন বলে খবর।

প্রথমে কথাকাটি থেকে তা গড়ায় হাতাহাতিতে। শুধু তাই নয় প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়িতেও হামলা চালানো হয় বলে অভিযোগ। ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে গ্রামের পরিস্থিতি। খবর পেয়ে রাতেই এলাকায় আসে পুলিশ। গ্রেফতার করা হয় ৮ বিজেপি কর্মীকে। এদিনই তাঁদের ঘাটাল মহকুমা আদালতে তোলা হচ্ছে বলে খবর। ঘটনায় তীব্রভাবে বিজেপিকে কটাক্ষ করেছে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান শঙ্কর দোলই। এখনও চাপা উত্তেজনা রয়েছে এলাকায়।