Raniganj Murder: কয়লা চুরিতে বাধা, ‘খুন’ ইসিএলের নিরাপত্তারক্ষী

Asansol: প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, মনোজের শরীরের একাধিক জায়গায় ক্ষত ছিল। তিনি যে কোনও হামলার শিকার হয়েছেন, তা তাঁর শরীরের ক্ষততেই স্পষ্ট বলে দাবি অনান্য নিরাপত্তারক্ষীদের।

Raniganj Murder:  কয়লা চুরিতে বাধা, 'খুন' ইসিএলের নিরাপত্তারক্ষী
রানিগঞ্জে খুন ইসিএলের নিরাপত্তারক্ষী (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Oct 04, 2021 | 11:36 AM

আসানসোল: কয়লা চুরিতে বাধা। দুষ্কৃতীদের হাতে খুন নিরাপত্তারক্ষী। ঘটনাটি ঘটেছে রানিগঞ্জের (Raniganj) কুনুস্তোডিয়া এরিয়ার বাঁশরা ওসিপি এলাকায়। মৃত নিরাপত্তারক্ষীর নাম মনোজ চৌহান(৩১)।

জানা গিয়েছে, মনোজ অন্ডাল থানার জামবাদ বেনিয়াডিহি এলাকার বাসিন্দা। ইসিএলের রেলওয়ে সাইডিংয়ের নিরাপত্তারক্ষী ছিলেন মনোজ। পরিবার সূত্রে জানা গিয়েছে, অনান্য দিনের মতো রবিবারও কাজে গিয়েছিলেন মনোজ। রাতে তাঁর সঙ্গে কথাও হয়েছিল পরিবারের সদস্যদের। সোমবার ভোরে সাইডিংয়ের অনান্য নিরাপত্তারক্ষীরা কাজে যান। মনোজকে তাঁরা রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, মনোজের শরীরের একাধিক জায়গায় ক্ষত ছিল। তিনি যে কোনও হামলার শিকার হয়েছেন, তা তাঁর শরীরের ক্ষততেই স্পষ্ট বলে দাবি অনান্য নিরাপত্তারক্ষীদের। তাঁকে খুন করার অভিযোগ ওঠে এলাকারই বেশ কয়েকজনের বিরুদ্ধে। যারা কয়লা চুরি চক্রের সঙ্গে জড়িত বলে অভিযোগ।

তারা ওই নিরাপত্তারক্ষীকে কয়লা কাটার গাইতি দিয়ে কুপিয়ে খুন করেছে বলে অভিযোগ।সোমবার সকাল ৬ টা নাগাদ অন্য নিরাপত্তারক্ষীরা লক্ষ্য করেন মনোজের মৃতদেহ পড়ে রয়েছে সাইডিংয়ের বাইরে।

মনোজের দেহ দেখতে পেয়ে তাঁরা কর্তৃপক্ষকে খবর দেন। খবর যায় থানাতেও। মনোজ চৌহানের দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ইসিএলের বেসরকারি নিরাপত্তারক্ষীদের দাবি, এখানে কয়লা চুরির সঙ্গে জড়িত একটি চক্র সক্রিয়। কয়লা চুরি করতে আসা দুষ্কৃতীদের বাধা দেওয়াতেই খুন হতে হয়েছে মনোজকে।

তাঁকে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদে সরব হন নিরাপত্তারক্ষীরা। তাঁদের দাবি, কর্মক্ষেত্রে তাঁদের জীবন বিপন্ন। নিরাপত্তা আরও জোরদার করার দাবিতে বিক্ষোভ দেখান তাঁরা। পাশাপাশি মৃতের পরিবারকে চাকরি ও উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থার দাবি তুলেছেন তাঁরা। এই ঘটনার তদন্তে নেমেছে রানিগঞ্জ থানার পুলিশ।

এক ইসিএল কর্মী বলেন, “চোরের দল রোজই আসে। ২০১২ সাল থেকে কাজে লাগে। রাত ৮টা থেকে কাজে এসেছিল। চোরের দল হয়তো এসেছিল। বাধা দিয়েছে। গাইতি দিয়ে মেরে দিয়েছে।” এলাকার বিধায়ক হরে রাম সিং বলেছেন, “ওঁ আমাদের অনেক দিনের কর্মী। যা ঘটেছে, অত্যন্ত দুঃখজনক। এমন ঘটনা এখানে আগে কখনও ঘটেনি। প্রাইভেট সিকিউরিটি সংস্থার অধীনে কাজ করতেন। ১৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। পরিবারের কোনও সদস্যকে চাকরিও দেওয়া হবে। কথা বলা হয়েছে। ”

পুলিশ জানিয়েছে, এক ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে। তাঁর গায়ে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে। ধারাল অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। কয়লা চুরির একটা তত্ত্ব উঠে আসছে। তবে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: WB Post Violence Case: মুখবন্ধ খামে আদালতে আজ ‘স্ট্যাটাস রিপোর্ট’ জমা দেবে সিবিআই

আরও পড়ুন: Ghatal Flood Situation: পরিস্থিতির কোনও উন্নতি নেই, আজ ঘাটালে যেতে পারেন দেব