Trinamool Congress: অভিষেক আসার আগেই পশ্চিম মেদিনীপুরে চরমে ‘গোষ্ঠীদ্বন্দ্ব’, টায়ার জ্বালিয়ে চলল বিক্ষোভ

Trinamool Congress: পশ্চিম মেদিনীপুর জেলার কয়েকটি ব্লকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব যে রয়েছে তা এক কথায় স্বীকার করে নিয়েছেন জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর অজিত মাইতি।

Trinamool Congress: অভিষেক আসার আগেই পশ্চিম মেদিনীপুরে চরমে ‘গোষ্ঠীদ্বন্দ্ব’, টায়ার জ্বালিয়ে চলল বিক্ষোভ
গোষ্ঠীদ্বন্দ্বের জেরে রাস্তায় টায়ার জ্বালিয়ে চলল পথ অবরোধ
Follow Us:
| Edited By: | Updated on: May 06, 2023 | 5:16 PM

মোহনপুর: চলতি মাসের শেষের দিকে জেলায় আসার কথা রয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। তাঁর আসার আগে জেলায় যখন প্রস্তুতি বৈঠক হচ্ছে তখন সেই দিনেই জেলার মোহনপুরে তৃণমূলের (Trinamool Congress) গোষ্ঠীদ্বন্দ্ব চরমে। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে রাস্তায় টায়ার জ্বালিয়ে চলল পথ অবরোধ। অস্বস্তিতে শাসকদল। পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) মোহনপুরে তৃণমূলের দুই পক্ষের গন্ডগোল জেরে সিয়ালশাই দু’নম্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের প্রধান বশরুল আলির অনুগামীরা মাজেদ মল্লিক নামে অপর গোষ্ঠীর এক কর্মীকে রাস্তা ফেলে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। অভিযোগ, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মানিক মাইতির হাত ধরে সদ্য বিজেপি ছেড়ে যোগদান করানো অনুগামীরাই এই কাজ করেছে। প্রতিবাদে আঁতলা মোহনপুর রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন তৃণমূল কংগ্রেসের একাংশের কর্মীরা। আহত তৃণমূল কর্মীকে রাস্তায় রেখেই চলে বিক্ষোভ প্রদর্শন। যতক্ষণ না দোষীরা শাস্তি পাবে ততক্ষণ তাঁরা বিক্ষোভ অবস্থান, রাস্তা ঘেরাও কর্মসূচি চালিয়ে যাবেন বলে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের।

অন্যদিকে পশ্চিম মেদিনীপুর জেলার কয়েকটি ব্লকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে তা এক কথায় স্বীকার করে নিয়েছেন জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর অজিত মাইতি। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা স্বীকার করে নিয়ে অজিত বাবু জানান, “কয়েকটা ব্লকের মধ্যে মোহনপুরে তৃণমূলের নিজেদের মনমালিন্য চলছে। সমস্যা মেটাতে কাল থেকে যে ব্লকগুলিকে নিয়ে বসব তার মধ্যে মোহনপুর রয়েছে। এসব জিনিস একদম বরদাস্ত করব না। কাউকে রেয়াত করা হবে না।প্রয়োজনে শোকজ করা হতে পারে অভিযুক্ত নেতৃত্বকে। আজকে মিটিংয়ে সেটা জানিয়ে দিয়েছি।” 

জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌরী শঙ্কর অধিকারীর দাবি, “সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে তৃণমূলের দুই পক্ষ দেখতে চাইছে কাদের কাছে কত বোমা-বন্দুক আছে। সে কারণেই এই লড়াই।”