Kurmi Movement: কুড়মি নেতাদের খালিস্তানিদের সঙ্গে তুলনা, বিতর্কিত মন্তব্য তৃণমূল বিধায়কের

Kurmi Movement: এবার কুড়মিদের সঙ্গে কার্যত সম্মুখ সমরে নামলো শাসকদল তৃণমূল। কুড়মি নেতাদের খালিস্থানি নেতা বলে দাগিয়ে দিলেন জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর তথা বিধায়ক অজিত মাইতি।

Kurmi Movement: কুড়মি নেতাদের খালিস্তানিদের সঙ্গে তুলনা, বিতর্কিত মন্তব্য তৃণমূল বিধায়কের
তৃণমূল নেতা অজিত মাইতি
Follow Us:
| Edited By: | Updated on: May 07, 2023 | 2:13 PM

পশ্চিম মেদিনীপুর: কুড়মিদের আন্দোলনের (Kurmi Movement) সর্বাত্মক বিরোধীতা করা হবে! কিছু কুড়মি নেতা স্বঘোষিত খালিস্তানি নেতার (Khalistani Leader) মতো আচরণ করছেন। সরকারকে টেনে নামানোর চেষ্টা যারা করছেন তাঁদের কোনোভাবেই সমর্থন নয়। কুড়মি আন্দোলন নিয়ে বিস্ফোরক তৃণমূল বিধায়ক তথা জেলা তৃণমূল কো-অর্ডিনেটর অজিত মাইতি I(Ajit Maiti)। ১৪ মে আদিবাসী জমায়েতের ডাক জেলা তৃণমূলের (Trinamool Congress) এই হেভিওয়েট নেতার।

সহজ কথায়, এবার কুড়মিদের সঙ্গে কার্যত সম্মুখ সমরে নামলো শাসকদল তৃণমূল। কুড়মি নেতাদের খালিস্থানি নেতা বলে দাগিয়ে দিলেন জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর তথা বিধায়ক অজিত মাইতি। প্রসঙ্গত, এসটি তালিকাভুক্তির ক্ষেত্রে সিআরআই রিপোর্টের ওপর রাজ্যের তরফে জাস্টিফিকেশন পাঠাতে হবে কেন্দ্রের কাছে, এই দাবিকে সামনে রেখে টানা আন্দোলন জারি কুড়মি জনজাতির মানুষদের। সাম্প্রতিক সময়ে দিনের পর দিন অবরুদ্ধ হয়েছে রেল চলাচল, কুড়মি আন্দোলনের জেরে জাতীয় সড়কে গড়ায়নি গাড়ির চাকা। রাজ্যের তরফে বৈঠকের ডাক পেয়েও আশানুরূপ ফল মিলায় কর্মীদের দেওয়ালে কোনও রাজনৈতিক প্রচার নয় বলে সম্প্রতি ফরমান জারি করেছে কুড়মি সংগঠন ঘাঘরগেরা কেন্দ্রীয় কমিটি। জঙ্গলমহলের একাধিক এলাকায় কুড়মিরা রাজনৈতিক দলের বিজ্ঞাপন মুছে সেখানে জয় গরাম লিখে দিয়েছে।

এই আবহেই অজিত মাইতির গলায় রীতিমতো হুমকির সুর। তৃণমূলকে ও সরকারকে ছোট করার চেষ্টা করা হচ্ছে এই আন্দোলনের মধ্যে দিয়ে। তাই এই আন্দোলনের সর্বাত্মক বিরোধিতা করা হবে! কোথাও এই আন্দোলনকে মদত করা হবে না বলেও দাবি অজিত মাইতির। শুধু এখানেই শেষ নয়! কুড়মি আন্দোলনের পিছনে বিরোধী রাজনৈতিক দলগুলির মদত রয়েছে বলেও আশঙ্কা প্রকাশ করেন অজিত মাইতি। অন্যদিকে দেওয়াল লিখন করতে দেওয়া হবে না বলে যে ফরমান জারি করেছে কুড়মি সমাজ সেই ফরমানকে মানা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন অজিত মাইতি। তৃণমূল নেতার এমন মন্তব্যে শাসক দলের সাথে কুড়মি সমাজের সংঘাত বাড়বে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।