Medinipur News: চৌবাচ্চার দেওয়ালে লেখা তৃণমূল প্রার্থীর নাম, ভিতরে যা ছিল আঁতকে উঠল পাড়ার লোকেরা…
Sabang: বম্ব স্কোয়াডের আধিকারিকরা গিয়ে ৬টি তাজা উদ্ধার করে। কে বা কারা গ্রামের মধ্যে এভাবে কৌটো ভর্তি বোমা রেখে গেল, উদ্দেশ্যই বা কী ছিল, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। বম্ব স্কোয়াডের কর্মীরা কৌটোটি উদ্ধার করে স্থানীয় নদীর ধারে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করে।
মেদিনীপুর: পাড়ার মধ্যে ঢাকনা দেওয়া ছোট চৌবাচ্চার মতো জায়গা। তাতেই বিশাল একটি হলুদ কৌটো রাখা ছিল। যা ঘিরে চাঞ্চল্য ছড়ায় পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের মোহাড় পূর্ব এলাকায়। এদিন এলাকার লোকজন ওই কৌটোটি দেখতে পান। এরপরই থানায় খবর দেওয়া হয়। খবর দেওয়া হয় সিআইডি বম্ব স্কোয়াডেও।
বম্ব স্কোয়াডের আধিকারিকরা গিয়ে ৬টি তাজা উদ্ধার করে। কে বা কারা গ্রামের মধ্যে এভাবে কৌটো ভর্তি বোমা রেখে গেল, উদ্দেশ্যই বা কী ছিল, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। বম্ব স্কোয়াডের কর্মীরা কৌটোটি উদ্ধার করে স্থানীয় নদীর ধারে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করে।
স্থানীয় এক বাসিন্দা যুগল মাইতি বলেন, “ওটা ঢাকনা ঘেরা একটা চৌবাচ্চা। ওখানে কিছু আছে আমরা বুঝতে পারছিলাম। কিন্তু কী আছে তা তো আমরা বুঝিনি। যদি বোমা থাকে, সেই ভয় কাজ করছিল। জনবহুল এলাকা। একেবারে পাড়ার মধ্যে এই চৌবাচ্চা।” পাড়ার মধ্যে চৌবাচ্চা। তার দেওয়াল ভোটপ্রচারে যে কাজে লাগানো হয় বোঝা গিয়েছে। দেওয়ালে শাসকদলের প্রতীক, প্রচার। সেই চৌবাচ্চার ভিতর থেকে ছ’টি তাজা বোমা উদ্ধার হয় এদিন। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।