Pingla Murder Case: ছাত্রীকে ধর্ষণ করে তাঁরই অন্তর্বাসে ঝুলিয়ে দিয়েছিল, ফাঁসির সাজা ২ দোষী সাব্যস্তর
Pingla Murder: ৩ মে ২০২১ । পশ্চিম মেদিনীপুরের পিংলায় এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। শধু তাই নয়, তাঁরই অন্তর্বাসে তাঁকে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। ঘটনায় নিন্দার ঝড় ওঠে রাজ্যজুড়ে। ঘটনার দু'বছর পর শাস্তি পেল দোষীরা।
পিংলা: এক ছাত্রীকে ধর্ষণ করে তাঁরই অন্তর্বাস গলায় জড়িয়ে খুন করেছিল। সেই ঘটনায় দোষী সাব্যস্ত দুজনের ফাঁসি ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত।
৩ মে ২০২১ । পশ্চিম মেদিনীপুরের পিংলায় এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। শুধু তাই নয়, তাঁরই অন্তর্বাসে তাঁকে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। ঘটনায় নিন্দার ঝড় ওঠে রাজ্যজুড়ে। ঘটনার দু’বছর পর শাস্তি পেল দোষীরা।
এ দিন, মেদিনীপুর অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জজ সেকেন্ড কোর্টের বিচারক কুসুমিকা দে (মিত্র) এই নির্দেশ দিয়েছেন। আদালত সূত্রে খবর, ঝাড়খণ্ডের পূর্ব সিংভূমের ছোটু মুণ্ডা, পশ্চিম মেদিনীপুরের বেলদার বাসিন্দা বিকাশ মুর্মুর ফাঁসির সাজা হয়েছে। অপরদিকে, পিংলার তেমাথানির তপতী পাত্রকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত।
এ দিকে, মেয়ের অপরাধীরা শাস্তি পাওয়ায় খুশি মৃতার পরিবার। তরুণীর মা বলেন, “মেয়েকে তো আর ফেরত পাব না। কিন্তু দোষীরা শাস্তি পেল এতেই খুশি।” সরকারি পক্ষের দেবাশিস মাইতি বলেন, “৩ মে, ২০২১ সালে পিংলা থানা এলাকায় এক তরুণীকে গণধর্ষণের পর খুন করে অভিযুক্তরা। এই ঘটনায় পিংলা থানায় ২৭ জন সাক্ষ্য দেন। ওই ঘটনায় দুজনের ফাঁসির নির্দেশ ছাড়াও মহিলার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক।”