Kharagpur Station: খড়গপুর স্টেশন থেকে উদ্ধার ২৩ কেজি গাঁজা
Marijuana recover: পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম রজক শেখ ও হাফিজুল ইসলাম। খড়গপুর জিআরপি জানিয়েছে, ওড়িশা থেকে নোরলা থেকে হাওড়ার উদ্দেশ্যে যাচ্ছিল দুই যাত্রী রজক শেখ ও হাফিজুল ইসলাম।
খড়গপুর: এবার ট্রেন থেকে উদ্ধার হল গাঁজা। সমলেশ্বরী হাওড়া এক্সপ্রেসের চলন্ত ট্রেন থেকে উদ্ধার হল এই মাদক। ঘটনায় গ্রেফতার দু’জন। পশ্চিম মেদিনীপুর খড়গপুর স্টেশনের ৭-৮ নম্বর প্ল্যাটফর্মের ঘটনা।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম রজক শেখ ও হাফিজুল ইসলাম। খড়গপুর জিআরপি জানিয়েছে, ওড়িশা থেকে নোরলা থেকে হাওড়ার উদ্দেশ্যে যাচ্ছিল দুই যাত্রী রজক শেখ ও হাফিজুল ইসলাম। গোপন সূত্রে পুলিশ আগেই খবর পেয়েছিল তাঁদের কাছে মাদক দ্রব্য রয়েছে। সেই মোতাবেক তাঁরা ট্রেনে তল্লাশি চালান আধিকারিকরা। প্রায় ২৩ কেজি গাঁজা উদ্ধার হয় ওই দুজনের কাছ থেকে।
রেল পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বাড়ি মুর্শিদাবাদে। দুজনকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে খড়গপুরের জিআরপিতে। সেখানে তাদের থেকে জিজ্ঞাসা চালাচ্ছে খড়গপুরের জিআরপি ।