Daspur: কালীর মূর্তি দিয়ে গ্রামে দুই ধর্মের মেলবন্ধনের কাজ করলেন ইসমাইল!
Daspur: ইসমাইলের এই মূর্তি তৈরি ঘিরে দুই ধর্মের মেলবন্ধনের এক নজির বলে দাবি এলাকার মানুষের। ইসমাইলের হাতে গড়া লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী ও কালী পাশের জেলা পূর্ব মেদিনীপুর জেলার ও পাশের ব্লক ডেবরা, ঘাটাল, চন্দ্রকোণায় পাড়ি দেয়
পশ্চিম মেদিনীপুর: মুসলিম ধর্মের মানুষের হাতে তৈরি কালী হিন্দু ধর্মের ঘরে পূজিত হয়ে আসছে বছর ভর। হিন্দু দেব দেবীর মূর্তি গড়ে এলাকার জনপ্রিয় নাম ইসমাইল চিত্রকর। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকের নাড়াজোল এলাকায় এভাবেই প্রায় ৪৩-৪৪ বছর ধরে প্রতিমা তৈরির কাজ করে চলেছেন ইসমাইল চিত্রকার।
তিনি জানান, তাঁর বয়স যখন ১৬ থেকে ১৭, তখন থেকে বাবা হাতে ধরে ঠাকুর তৈরি করা শিখিয়েছেন সেই থেকেই বিভিন্ন প্রতিমা তৈরি করে আসছে। শুধু তিনি না তাঁর চার পুরুষ ধরে এই কাজেই যুক্ত। সহযোগী হিসাবে হাতে হাত লাগিয়ে কাজ করেন, তাঁর দুই মেয়ে ও স্ত্রী।
ইসমাইলের এই মূর্তি তৈরি ঘিরে দুই ধর্মের মেলবন্ধনের এক নজির বলে দাবি এলাকার মানুষের। ইসমাইলের হাতে গড়া লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী ও কালী পাশের জেলা পূর্ব মেদিনীপুর জেলার ও পাশের ব্লক ডেবরা, ঘাটাল, চন্দ্রকোণায় পাড়ি দেয়। সারা বছর এই প্রতিমা তৈরির ফাঁকে নানান পট শিল্প, মাটির তৈরি রকমারি পুতুল বিভিন্ন ধরনের রঙিন ভাঁড় তৈরি করেন ইসমাইল চিত্রকর। ইসমাইলের দাবি, প্রতিমা নিয়ে যাওয়ার সময় হিন্দু বাড়ি থেকে নেমন্তন্ন আসে। অনেক বাড়ির পুজোই তিনি গিয়েছেন। এক কথায় মুসলিম ইসমাইল চিত্রকরের হাতে তৈরি প্রতিমা পূজো পাই হিন্দুর বাড়িতে।