Dev: ধর্ম নিয়ে রাজনীতি করে তৃণমূল? দেব হেসে বললেন, ‘জয় শ্রী রাম’
Ghatal: এ দিন হিরণ বলেন, "আজ সকালে দেখেছি তিলক লাগিয়ে একজন রাম নবমী পালন করছে। এরা রাজনীতির জন্য ধর্মর বদল বদলে দেয়। যখন যে ধর্মকে দিলে রাজনীতির ভোট পাবে সেই ধর্মের মধ্যে ঢুকে গিয়ে ধর্ম পালন করে।"
ঘাটাল: ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের মুখে রাম নাম। রাম নবমীর দিনে ঘাটালের রাম মন্দিরে পুজো দিয়ে প্রচারে দেব। ধর্ম নিয়ে রাজনীতি করছে তৃণমূল দাবি ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের। তাঁর মন্তব্যের প্রতিক্রিয়ায় দেবের মুখ জয় শ্রী রাম স্লোগান।
এ দিন হিরণ বলেন, “আজ সকালে দেখেছি তিলক লাগিয়ে একজন রাম নবমী পালন করছে। এরা রাজনীতির জন্য ধর্মর বদল বদলে দেয়। যখন যে ধর্মকে দিলে রাজনীতির ভোট পাবে সেই ধর্মের মধ্যে ঢুকে গিয়ে ধর্ম পালন করে।”
পাল্টা আবার এ প্রসঙ্গে দেব বলেন, “ধর্ম মানুষকে শান্তির বার্তা শেখায়। ধর্ম সবাইকে নিয়ে চলা শেখায়। যে কোনও ধর্ম মানুষকে বাঁচিয়ে রাখা শেখায়। আমি সেই ধর্মকে বিশ্বাস করি।” এরপরই সাংবাদিকরা দেবকে প্রশ্ন করেন, হিরণের অভিযোগ ধর্ম নিয়ে রাজনীতি করছে তৃণমূল? এই প্রশ্নের উত্তরে দেব হেসে বলেন, “জয় শ্রী রাম”