Paschim Medinipur: দুর্গন্ধে টেকা দায়, ডাম্পিং গ্রাউন্ড সরানোর দাবিতে তুমুল বিক্ষোভ খড়্গপুর

Paschim Medinipur: গ্রিন ট্রাইবুনাল কোর্টের নির্দেশিকাকে অমান্য করার অভিযোগ তুলে সকালেই ওই ডাম্পিং গ্রাউন্ডে তালা লাগিয়েছিলেন হিরাডির বাসিন্দারা। তারপর থেকে দিনভর চলল বিক্ষোভ।

Paschim Medinipur: দুর্গন্ধে টেকা দায়, ডাম্পিং গ্রাউন্ড সরানোর দাবিতে তুমুল বিক্ষোভ খড়্গপুর
Follow Us:
| Edited By: | Updated on: Apr 24, 2023 | 7:26 PM

খড়গপুর: খড়গপুর (Kharagpur) গ্রামীণের হিরাডি থেকে ডাম্পিং গ্রাউন্ড সরিয়ে নেওয়ার দাবিতে দুপুর থেকে এসডিও অফিসের গেট বন্ধ করে বিক্ষোভ-অবস্থান ভারত জাকাত মাঝি পরগানা মহলের সদস্যদের। জোর শোরগোল পশ্চিম মেদিনীপুরে (Paschim Medinipur)। গ্রিন ট্রাইবুনাল কোর্টের নির্দেশিকাকে অমান্য করার অভিযোগ তুলে সকালেই ওই ডাম্পিং গ্রাউন্ডে তালা লাগিয়েছিলেন হিরাডির বাসিন্দারা। খড়গপুর পুরসভার বিরুদ্ধে খড়গপুর গ্রামীণের হিরাডির বাসিন্দাদের অভিযোগ, পৌরসভার ময়লা থেকে দুর্গন্ধ ছড়ায় এলাকাজুড়ে। এই গন্ধে টেকা দায় হয়ে উঠেছে।  

এই অভিযোগ তুলে ভারত জাকাত মাঝি পরগনা মহলের তরফ থেকে এদিন ডাম্পিং ইয়ার্ডের দুটি গেটে তালা লাগিয়ে ময়লা ফেলা বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়েই ছুটে আসেন খড়গপুর পুরসভার পৌর প্রধান কল্যাণী ঘোষ, সিআইসি কনজারভেন্সি নমিতা চৌধুরী এবং খড়গপুর গ্রামীন থানার পুলিশ। ক্রমেই উত্তপ্ত হতে থাকে গোটা এলাকা।

এর খানিক পরেই খড়গপুর শহরে মহকুমা শাসকের গেটের সামনে এসে বিক্ষোভ দেখান সংগঠনের সদস্যরা। এখনও পর্যন্ত গেট বন্ধ করে বিক্ষোভ অবস্থান চলছে বলে জানা গিয়েছে। সংগঠনের নেতৃত্বের দাবি, যতক্ষণ না ডাম্পিং ইয়ার্ড বন্ধ করা হচ্ছে ততক্ষণ তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। এ বিষয়ে মহকুমা শাসকের কাছ থেকে লিখিত প্রতিশ্রুতি চাইছেন তাঁরা। মহকুমা শাসকের কাছ থেকে যতক্ষণ না লিখিত প্রতিশ্রুতি পাওয়া যাচ্ছে ততক্ষণ গেট বন্ধ করে বিক্ষোভ-অবস্থান চলবে বলে সাফ জানিয়ে দিচ্ছেন আন্দোলনকারীরা।