Fire in Bus: দাউদাউ করে জ্বলে গেল কলকাতা থেকে ওড়িশাগামী বাস, চম্পট চালক-হেল্পারের

Fire in Bus: তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে খড়্গপুর লোকাল থানার পুলিশ। যাচ্ছে দমকলও।

Fire in Bus: দাউদাউ করে জ্বলে গেল কলকাতা থেকে ওড়িশাগামী বাস, চম্পট চালক-হেল্পারের
মাঝ রাস্তাতেই আগুনImage Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 10, 2023 | 11:13 PM

পশ্চিম মেদিনীপুর: মাঝ রাস্তাতেই চলন্ত বাসে আগুন। রাস্তার মধ্যে মুহূর্তেই দাউদাউ করে জ্বলে গেল আস্ত বাস। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার মাদপুরে। সূত্রের খবর বাসটি, কলকাতা থেকে ওড়িশার উদ্দেশ্যে যাচ্ছিল। তারমধ্যে ঘটে এ ঘটনা। তবে এখনও পর্যন্ত মৃত্যুর কোনও খবর পাওয়া যায়নি। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে খড়্গপুর লোকাল থানার পুলিশ। পৌঁছেছে দমকলের ২টি ইঞ্জিনও। সূত্রের খবর,  বাসটিতে ৪৫ থেকে ৫০ জন যাত্রী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে ঘটনায় আহত হয়েছেন ৩১ জন। আহতদের মেদিনীপুর মেডিকেল কলেজ ও খড়্গপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে সরকারিভাবে হতাহতের কোনও খবর এখনও পাওয়া যায়নি।  ইঞ্জিনে গোলযোগের কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে প্রাথমিক তদন্তে অনুমান দমকলের।

ঘটনায় স্থানীয় তৃণমূল ব্লক সভাপতি বলেন, “আমরা সাড়ে ৯টা নাগাদ খবরটা পাই। তারপরই আমরা এখানে চলে আসি। এসে দেখি দাউদাউ করে গাড়িটা জ্বলছে। পথচারী ও এলাকার বাসিন্দারা জানাচ্ছেন চলন্ত অবস্থাতেই বাসটির পিছনের অংশ জ্বলতে থাকে। ড্রাইভার-হেল্পার ওখান থেকে পালিয়ে যায়। বাসটা আবার দোতলা। কিছু যাত্রী জানলা ভেঙে ঝাঁপ দিয়ে বাইরে বেরোন। তাঁদের মধ্যে অনেকে নয়ানজুলিতে পড়ে যান। এখনও পর্যন্ত ৩১ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে। তারমধ্যে ৩ জন শিশু ও ৩ জন মহিলা রয়েছেন।”