Sabang Death: পিকনিক করতে গিয়ে নদীতে নেমেছিলেন, টাল সামলাতে না পেরেই তলিয়ে গেল যুবক

sabang: মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার চার নং দশগ্রাম অঞ্চলের দেহাটি কেলেঘাই ব্রিজ এলাকায়।

Sabang Death: পিকনিক করতে গিয়ে নদীতে নেমেছিলেন, টাল সামলাতে না পেরেই তলিয়ে গেল যুবক
নদীতে তলিয়ে গেল যুবক (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Dec 26, 2022 | 10:35 AM

সবং: রবিবার ছিল বড়দিন। সেই উপলক্ষ্যে প্রচুর মানুষের ভিড় ছিল পর্যটনস্থলগুলিতে। কাছে থেকে দূরে ছুটির দিনকে উপভোগ করতে কোনও খামতি রাখেনি ভ্রমণপ্রিয় বাঙালি। কেউ বেরিয়েছেন পিকনিকে, কেউ আবার নিছকই আনন্দ উপভোগ করতে কাছে ঘুরছেন। কিন্তু এত আনন্দই দুঃখখে বদলে গেল এক লহমায়। পিকনিকে গিয়ে কেলেঘাই নদীতে ডুবে মৃত্যু হল এক যুবকের।

মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার চার নং দশগ্রাম অঞ্চলের দেহাটি কেলেঘাই ব্রিজ এলাকায়। মৃত যুবকের নাম শুভেন্দু দে। বয়স আনুমানিক ২২ বছর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দশগ্রাম অঞ্চলের বাসিন্দা ওই যুবক। বড়দিনে বন্ধুদের নিয়ে কেলেঘাই নদীর পাড়ে পিকনিক করতে যায়। রান্না শেষে কয়েকজন বন্ধু মিলে কেলেঘাই নদীতে নৌকো নিয়ে স্নান করতে নামে। সেই সময় শুভেন্দু তাল সামলাতে না পেরে নদীর জলে তলিয়ে যায়।

স্থানীয় এক বাসিন্দা বলেন, “আমি বাড়িতে ছিলাম না। বাইরে মিটিং ছিল। সেখানে গিয়েছিলাম। পরে শুনতে পেলাম জলের মধ্যে কোনও ছেলে তলিয়ে গেছে পিকনিক করতে গিয়ে। শুনেছি যে, ওরা পিকনিক করতে গিয়ে স্নান করতে নেমেছিল। তখনই এমন ঘটনা মর্মান্তিক। ওরা লোকালয়ের থেকে অনেকটাই দূরে ছিল। তাই পুলিশ-প্রশাসনের নজরে পড়েনি।” তবে ওই যুবকের সঙ্গে আরও যাঁরা ছিলেন তাঁদের এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।