Paschim Medinipur: জমি লুঠের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে, বিক্ষোভ দলীয় কর্মীদেরই

Paschim Medinipur: সোমবার চন্দ্রকোণা ২ নম্বর ব্লক বিডিও অফিস কার্যালয় হাতে প্ল্যাকার্ড ও তৃণমূলের দলীয় পতাকা নিয়ে বিক্ষোভ দেখান তাঁরা।

Paschim Medinipur: জমি লুঠের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে, বিক্ষোভ দলীয় কর্মীদেরই
চাষিদের বিক্ষোভ
Follow Us:
| Edited By: | Updated on: Sep 06, 2022 | 12:31 PM

পশ্চিম মেদিনীপুর: শতাধিক কৃষকের কাছ থেকে জমি কেড়ে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে। তাই ব্লক প্রশাসনের কাছে বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি জমা দেন কৃষকরা। কারও হাতে শাসকদলের দলীয় পতাকা, কারও হাতে প্ল্যাকার্ড। তাতে তৃণমূলেরই দুই নেতার নাম লেখা। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা ২ নম্বর ব্লকে।

চন্দ্রকোণা ধান্যগাছি ও ভগীরথপুর গ্রামের একাধিক কৃষক হাতে প্ল্যাকার্ড ও তৃণমূলের দলীয় পতাকা নিয়ে বিক্ষোভ দেখান। নিজেরা প্রত্যেকেই তৃণমূল কর্মী বলে পরিচয় দেন। অভিযোগ, বাম সরকারের আমলে চন্দ্রকোণা দু’নম্বর ব্লকের বান্দিপুর গ্রামের বাসিন্দা প্রসূন ঘোষ ভেস্ট হওয়া প্রায় ৪৫ বিঘে চাষের জমি বন্দিপুর,পলাশা,ভগীরথপুর, দেওড়া-সহ একাধিক গ্রামের প্রায় ১০০ ও বেশি চাষিকে বণ্টন করেন।

২০১১ সালে সরকার পালাবদলের পরে বেশ কয়েক বছর কেটে যাওয়ার পরে হঠাৎ করে এলাকার সাধারণ কৃষকদের ভয় দেখিয়ে সেই জমি কেড়ে নিয়েছে বর্তমান তৃণমূল ব্লক সভাপতি প্রসূন ঘোষই। এমনই অভিযোগ তুলছেন এলাকার চাষিরা।

সোমবার চন্দ্রকোণা ২ নম্বর ব্লক বিডিও অফিস কার্যালয় হাতে প্ল্যাকার্ড ও তৃণমূলের দলীয় পতাকা নিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। তাঁদের দাবি, জমি ফিরিয়ে দিতে হবে, প্রসূন ঘোষেরও পদত্যাগ দাবি করেছেন তাঁরা।

এক চাষির বক্তব্য, “বর্তমান ব্লক সভাপতি প্রসূন ঘোষ চাষিদের ভয় দেখিয়ে জমি দখল নিয়েছেন, জমি ফেরাতে দাবিতে এই বিক্ষোভ।”

ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবিকে মান্যতা দিয়েছেন চন্দ্রকোণা ২ পঞ্চায়েত সমিতির সভাপতি হীরাল ঘোষ। তিনি বলেন,”বিষয়টি জানার পরেই আমি ব্লক ভূমি দফতরের আধিকারিকের দারস্থ হই। জানতে পেরেছি কৃষকরা যে সমস্ত জমিগুলির চাষ করছিলেন সেগুলি সবই খাস খতিয়ানের জায়গা। কেউ যদি এই ধরনের কৃষকদের জমি কেড়ে নেয়, সেটা সরকারবিরোধী ও দলবিরোধী কাজ।”

ব্লক সভাপতি প্রসূন ষোষকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “বাম আমলে আমরা যখন বিরোধী রাজনীতি করতাম, তখন আমাদের কিছু জমি জোরপূর্বক দখল করে নিয়েছিল।” তাঁর বক্তব্য, চাষিরা জমির কাগজপত্র না দেখাতে পারায়, তাঁকেই জমি ছেড়ে দিয়েছেন।

এ বিষয়ে চন্দ্রকোণা তৃণমূল বিধায়ক অরূপ ধাঁড়ার দাবি, যাঁরা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁরা আদতে তৃণমূল কর্মীই নন, তাঁরা ভাড়া করা তৃণমূল কর্মী। তিনি বলেন, “প্রসূন ঘোষ তাঁর জমির দখল নিয়েছেন অনেকদিন আগেই কিন্তু এখন কেন এই কথা উঠছে?”