বিজেপির বৈঠক চলাকালীন অতর্কিতে ‘হামলা’, বোমাবাজিতে আহত ৬
অভিযুক্তদের গ্রেফতার ও শাস্তির দাবিতে থানা ঘেরাও করেন বিজেপি কর্মীরা।
পশ্চিম মেদিনীপুর: ফের উত্তপ্ত সবং (Sabang)। বিজেপির মিটিং চলাকালীন অতর্কিতে হামলার অভিযোগ। চলে বেপরোয়া বোমাবাজি, গাড়ি ভাঙচুর। ঘটনায় ৬ বিজেপি কর্মী আহত হয়েছেন বলে খবর। এলাকায় চরম উত্তেজনা।
জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় সবংয়ের ১০ নম্বর ভেমুয়া অঞ্চলে বিজেপির সাংগঠনিক মিটিং চলছিল। অভিযোগ, অতর্কিতে কয়েক জন যুবক অস্ত্র নিয়ে হামলা চালায়। তারা প্রত্যেকেই শাসকদলের কর্মী বলে অভিযোগ বিজেপির। অভিযোগ, এলাকায় ব্যাপক বোমাবাজি করতে থাকে তারা। মিটিংয়ে আসা বিজেপি কর্মীদের বাইকও ভাঙচুর করা হয় বলে অভিযোগ।
প্রতিরোধ গড়ে তোলেন বিজেপি কর্মীরাও। দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। আহত হন ৬ বিজেপি কর্মী। তাঁদের সবং গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় এলাকা পুলিশ। রাতে ঝামেলা কোনওভাবে মিটলেও রবিবার সকাল থেকে ফের উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অভিযুক্তদের গ্রেফতার ও শাস্তির দাবিতে থানা ঘেরাও করেন বিজেপি কর্মীরা। এ প্রসঙ্গে স্থানীয় বিজেপি নেতা অমূল্য মাইতি বলেন, “তৃণমূলের ছেলেরা আমাদের বৈঠকের সময় বোমাবাজি করে। বাড়ির মহিলারাও আহত হয়েছেন তাতে। আমরা প্রতিবাদে থানা ঘেরাও করছি।”
আরও পড়ুন: ‘কীভাবে ভুলবে সেই দিনগুলো সৌমিত্র?’ ‘উইথ লাভ’ সুজাতা!
অন্যদিকে, তৃণমূলের অঞ্চল সভাপতি রাজীব সি বলেন, “বিজেপির গোষ্ঠীকোন্দলের জের এটা। তৃণমূলের নাম বদনাম করতে এই কাজ করা হচ্ছে।”