BJP Councilor: পাঁচিল নিয়ে বিবাদ, ১০ লক্ষ টাকা চাওয়ার অভিযোগ বিজেপি কাউন্সিলরের বিরুদ্ধে
BJP Councilor: প্রসঙ্গত, বাড়িতে পাঁচিল তৈরি হচ্ছে জানিয়ে কাউন্সিলরকে অভিযোগ জানিয়েছিলেন সুরেশচন্দ্রের প্রতিবেশী । প্রতিবেশীর অভিযোগ, জায়গা না ছেড়েই তাঁদের দেওয়াল ঘেঁষেই পাঁচিল তুলেছেন সুরেশচন্দ্র।
![BJP Councilor: পাঁচিল নিয়ে বিবাদ, ১০ লক্ষ টাকা চাওয়ার অভিযোগ বিজেপি কাউন্সিলরের বিরুদ্ধে BJP Councilor: পাঁচিল নিয়ে বিবাদ, ১০ লক্ষ টাকা চাওয়ার অভিযোগ বিজেপি কাউন্সিলরের বিরুদ্ধে](https://images.tv9bangla.com/wp-content/uploads/2022/11/Wmid-Wall.jpg?w=1280)
পশ্চিম মেদিনীপুর: বিজেপি কাউন্সিলরের বিরুদ্ধে স্থানীয় ব্যক্তির ১০ লক্ষ টাকা চাওয়ার অভিযোগ। অভিযোগ ভিত্তিহীন বলেছেন বিজেপি কাউন্সির। খড়গপুর পৌরসভার ৩১ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর মমতা দাসের বিরুদ্ধে খড়গপুর পৌরসভার ওই ওয়ার্ডেরই এক বাসিন্দা সুরেশ চন্দ্র দ্বিবেদীর কাছ থেকে ১০ লক্ষ টাকা চাওয়ার অভিযোগ ওঠে। যা নিয়ে সরব হয়েছেন সুরেশ চন্দ্র দ্বিবেদী তিনি লিখিত অভিযোগ জানিয়েছেন খড়গপুর মহকুমা পুলিশ আধিকারিককে।
প্রসঙ্গত, বাড়িতে পাঁচিল তৈরি হচ্ছে জানিয়ে কাউন্সিলরকে অভিযোগ জানিয়েছিলেন সুরেশচন্দ্রের প্রতিবেশী । প্রতিবেশীর অভিযোগ, জায়গা না ছেড়েই তাঁদের দেওয়াল ঘেঁষেই পাঁচিল তুলেছেন সুরেশচন্দ্র।
অভিযোগ পেয়েই বিজেপি কাউন্সিলর মমতা দাস খড়গপুর পৌরসভার দুই প্রতিনিধিকে নিয়ে সুরেশ চন্দ্র দ্বিবেদীর বাড়িতে যান। অভিযোগ, তখন তাঁকে কাজ বন্ধ করার নির্দেশ দেন কাউন্সিলর মমতা দাস।
সুরেশ চন্দ্র দ্বিবেদীর অভিযোগ, “বিজেপি কাউন্সিলর মমতা দাস বলেন ১০ লক্ষ টাকা দিলেই কাজ করতে পারবেন।” যদিও মমতা দাসের অভিযোগ মিথ্যে কথা বলছেন ওই ব্যক্তি । পৌরসভার দুই প্রতিনিধিও টাকা চাওয়ায় বিষয়টি অস্বীকার করেছেন। কাউন্সিলরের বক্তব্য, “আমার সঙ্গে বাজে ব্যবহার করেছেন। যা নিয়ে আমি এর আগেও খড়গপুর টাউন থানাতে লিখিত অভিযোগ জানিয়েছি।” পুলিশ তদন্ত করছে। সুরেশের বাড়িতে গিয়ে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
![নরক যন্ত্রণা যেন না মেলে, তাই অনেকে ছোটেন যমরাজের এই মন্দিরে নরক যন্ত্রণা যেন না মেলে, তাই অনেকে ছোটেন যমরাজের এই মন্দিরে](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Telangana-famous-Yamraj-temple-people-goes-to-seek-blessings.jpg?w=670&ar=16:9)
![বাড়ির এই দিকে রাখুন গৌতম বুদ্ধের মূর্তি, হবে টাকার বৃষ্টি বাড়ির এই দিকে রাখুন গৌতম বুদ্ধের মূর্তি, হবে টাকার বৃষ্টি](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Vastu-Tips-for-place-the-statue-of-Gautam-Buddha-in-this-direction-of-house-money-will-increase.jpg?w=670&ar=16:9)
![৫০ বছরের রহস্যের উন্মোচন, খোঁজ মিলেছে নয়া ব্লাড গ্রুপের ৫০ বছরের রহস্যের উন্মোচন, খোঁজ মিলেছে নয়া ব্লাড গ্রুপের](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Scientists-discover-new-blood-group-system-MAL-ending-50-year-old-mystery.jpg?w=670&ar=16:9)
![হুবহু মিলছে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী, ভূমিকম্পে বছর শুরু, আর বাকি... হুবহু মিলছে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী, ভূমিকম্পে বছর শুরু, আর বাকি...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Baba-Vangas-prediction-on-earthquake-become-true-what-waiting-in-future-in-2025.jpg?w=670&ar=16:9)
![রাতে বিছানায় যাওয়ার আগে একটা কাজ করতে হবে, তাহলেই খেলা শুরু রাতে বিছানায় যাওয়ার আগে একটা কাজ করতে হবে, তাহলেই খেলা শুরু](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Perfume.jpg?w=670&ar=16:9)
![পৃথিবীর ৭০ শতাংশ বাঘই আছে একটি জায়গায়! কোথায় জানেন? পৃথিবীর ৭০ শতাংশ বাঘই আছে একটি জায়গায়! কোথায় জানেন?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Tiger.jpg?w=670&ar=16:9)