West Medinipur: মদের আসরে বন্ধুর গলায় ছুরির কোপ অপর বন্ধুর, তারপর…

paschim Medinipur: ছুরির কোপে নিজের বন্ধুকে আচমকাই রক্তাক্ত করার অভিযোগ উঠল তার বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় ঘাটাল হাসপাতালে চিৎসাধীন আহত যুবক।

West Medinipur: মদের আসরে বন্ধুর গলায় ছুরির কোপ অপর বন্ধুর, তারপর…
প্রদীপ্ত ঘোষ
Follow Us:
| Edited By: | Updated on: Nov 06, 2022 | 11:50 AM

পশ্চিম মেদিনীপুর: মদের আসরে বসেছিলেন বন্ধুরা। সেই সময় আচমকা নিজেদের মধ্যে তৈরি হয় বচসা। আর তার জেরেই ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন এক যুবক। ছুরির কোপে নিজের বন্ধুকে আচমকাই রক্তাক্ত করার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় ঘাটাল হাসপাতালে চিৎসাধীন আহত যুবক।

কী ঘটেছে? পুলিশ সূত্রে খবর আহতের নাম প্রদীপ্ত ঘোষ। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানা এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, শনিবার রাত্রিবেলা বেনাই এলাকার নদীর ধারে বসে দাসপুর গ্রামেরই কয়েকজন যুবক পিকনিক করছিলেন।

সেই সময় বেশ কয়েকজন যুবক প্রদীপ্তকে ডাকেন। অভিযোগ, সেই সময়ই অতর্কিতে ছুরির কোপ বসিয়ে দেয় তারা। ছুরির আঘাতে কোনওক্রমে দৌড়ে গিয়ে প্রাণে বাঁচেন আহত যুবক। তাঁর চিৎকারে এলাকায় ছুটে আসেন পরিজনরা। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে প্রথমে দাসপুর ও পরে ঘাটাল হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

এরপর দ্রুত খবর দেওয়া হয় দাসপুর থানায়। খবর পেয়ে দাসপুর থানার পুলিশ গিয়ে তিন যুবককে আটক করেছে। আহত যুবক বলেন, ‘ওখানে পিকনিক চলছিল। আমার বন্ধুরা ফোন করে ডাকে আমায়। তারপরই এমন করে ছুরি চালায়।’ অপরদিকে স্থানীয় বাসিন্দা বলেন, ‘ওর বন্ধুরা ফোন করে ডাকে। তারপর বের হতেই ওকে বাইকে বসিয়ে নিয়ে গিয়ে নদীর ধারে নামায়। তারপর কিছু একটা বিষয় নিয়ে দু’পক্ষের কথাকাটাকাটি শুরু হয়। তখনই ওর গলায় ছুরির কোপ চালিয়ে দেয়।’