ছড়াতে পারে সংক্রমণ, আশঙ্কায় শ্মশানে দেহ দাহ করতে ‘বাধা’
করেনা (COVID) রোগীর মৃতদেহ দাহ ঘিরে উত্তেজনা। পুলিশকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) চন্দ্রকোণায়।
পশ্চিম মেদিনীপুর: করেনা (COVID) রোগীর মৃতদেহ দাহ ঘিরে উত্তেজনা। পুলিশকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) চন্দ্রকোণায়।
চন্দ্রকোনা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে রবিবার রাতে উত্তেজনা ছড়ায়। গ্রামবাসীর অভিযোগ, ওয়ার্ডের বাইরে থেকে করোনা আক্রান্তের মৃতদেহ নিয়ে আসা হচ্ছে। তা ৭ নম্বর ওয়ার্ডের শ্মশানে দাহ করা হচ্ছে। রবিবার রাতে শ্মশানে একটি দেহদাহ করতে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় মানুষ।
আরও পড়ুন: ‘ইয়াস’ সতর্কতায় বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন, রইল তালিকা
স্থানীয় মানুষের দাবি, শ্মশানের পাশাপাশি রয়েছে বসত বাড়ি। তাই সংক্রমণ ছড়াতে পারে। সংক্রমণে ভয়েই শ্মশানে মৃতদেহ দাহ করতে দিচ্ছেন না গ্রামবাসীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে চন্দ্রকোণা থানার পুলিশ।