গাড়ি থেকে নেমে রাস্তায় দাঁড়িয়েছিলেন! অন্ধকারে পরপর পাঁচ জনকে পিষে দিল পিছন থেকে আসা পিকআপ ভ্যান
মর্মান্তিক ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) ঘাটালের (Ghatal) রানিরবাজার এলাকায়।
পশ্চিম মেদিনীপুর: গাড়ির চাকা ফেটে গিয়েছিল। মেরামতির জন্য গাড়ি থেকে নেমে দাঁড়িয়েছিলেন তিন জন। কিন্তু অন্ধকার রাস্তায় তা আর চোখে পড়েনি দ্রুত গতিতে পিছন থেকে আসা অন্য গড়ির চালকের। পরপর পিষে দিলেন পাঁচ জনকে। মৃত্যু হয় ৩ জনের। বাকি দু’জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। মর্মান্তিক ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) ঘাটালের (Ghatal) রানিরবাজার এলাকায়।
হাসপাতালে যাওয়ার পথে আহত ব্যক্তিরা জানিয়েছেন, তাঁরা প্রত্যেকেই একটি ট্রাকে ছিলেন। তাঁদের কেউ চালক, কেউ খালাসি। রানিরবাজার এলাকায় পাঁশকুড়া রাজ্য সড়কের ধারে তাঁদের ট্রাকের পিছনের চাকা ফেটে যায়। সেসময় গাড়ি থেকে নেমে চাকা সারাইয়ের চেষ্টা করছিলেন তাঁরা।
চারজন রাস্তাতেই দাঁড়িয়ে ছিলেন। সে সময় দ্রুত বেগে পিছন থেকে আসা একটি পিকআপ ভ্যান তাঁদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক জনের। বাকিরা রক্তাক্ত অবস্থায় রাস্তাতে পড়ে কাতরাতে থাকেন। স্থানীয়রা যতক্ষণে টের পেয়ে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান, ততক্ষণে আরও দু’জনের মৃত্যু হয়। বাকিরা আশঙ্কাজনক অবস্থায় ঘাটাল হাসপাতালে ভর্তি। জানা গিয়েছে, তাঁরা সকলেই গড়বেতার আঁধারনয়ন এলাকার বাসিন্দা।