Paschim Medinipur: বিজেপি করায় ব্যবসায়ীদের দোকান বন্ধের হুমকি, উত্তেজনা চন্দ্রকোণায়
Paschim Medinipur: ওই এলাকায় লাগানো বিজেপির দলীয় পতাকা খুলে পুড়িয়ে দেওয়া হয় বলেও অভিযোগ।
পশ্চিম মেদিনীপুর: বিজেপি করায় কয়েকজন ব্যবসায়ীর দোকান বন্ধের হুমকি দেওয়ার অভিযোগ। বিজেপির পতাকা খুলে ফেলার অভিযোগ ওঠে। কাঠগড়ায় তৃণমূল। মূল অভিযুক্ত গ্রাম পঞ্চায়েত প্রধান ছেলে। মঙ্গলবার রাতে এমন ঘটনায় উত্তেজনার সৃষ্টি হয় পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা ২ নম্বর ব্লকের কুঁয়াপুর গ্রাম পঞ্চায়েতের বড়বালা গ্রামে। বিজেপির তরফে চন্দ্রকোণা থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
বিজেপির অভিযোগ, সোমবার বড়বালা গ্রাম জুড়ে দলীয় পতাকা লাগানো হয়। আর মঙ্গলবার সন্ধ্যা থেকে কুঁয়াপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শঙ্কর ঘোষের ছেলে তথা এলাকার তৃণমূল নেতা তাপস ঘোষের নেতৃত্বে দলবল নিয়ে ওই এলাকায় বিজেপি কর্মীদের দোকানে গিয়ে হুমকি দিতে থাকে বলে অভিযোগ।
পাশাপাশি ওই এলাকায় লাগানো বিজেপির দলীয় পতাকা খুলে পুড়িয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। ঘটনা সম্পর্কে মৌখিকভাবে চন্দ্রকোণা থানায় জানানো হলে ঘটনাস্থলে যায় পুলিশ। লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে বলে জানান বিজেপির চন্দ্রকোণা দক্ষিণ মণ্ডলের সভাপতি বিপ্লব মাল। তাঁর অভিযোগ, “এইভাবে শাসকদলের নেতারা বিভিন্ন জায়গায় গা জোয়ারি দেখাচ্ছেন। জোর করে ব্যবসায়ীদের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের দলীয় পতাকা খুলে পুড়িয়ে দেওয়া হয়েছে।”
যদিও ঘটনা অস্বীকার করেছেন গ্রাম পঞ্চায়েতের প্রধানের ছেলে অভিযুক্ত তৃণমূল নেতা তাপস ঘোষ। তাপস বলেন, “এলাকায় বিজেপির কোনও সংগঠন নেই। তাই মিথ্যা অভিযোগ করে প্রচারে আসতে চাইছে।” পাল্টা তিনি দাবি করেন, “বিজেপির কর্মীরাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে অশ্লীল মন্তব্য ও কটূক্তি করছিল, তার প্রতিবাদ করা হয়েছে।”