Panchayat Election 2023: দুষ্কৃতীদের মারে মাথা ফাটল তৃণমূল কর্মীর, পারিবারিক বিবাদের জেরে গন্ডগোলের দাবি পুলিশের
রবিবার সন্ধ্যায় বেশ কয়েক জন দুষ্কৃতী ওই তৃণমূল কর্মীকে মারধর করে বলে খবর স্থানীয় সূত্রে জান যাচ্ছে। তবে এর পিছনে রাজনৈতিক কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে।
মোহনপুর: ভোটের পরও আক্রান্ত হলেন এক তৃণমূলকর্মী। পশ্চিম মেদিনীপুরের মোহনপুরের আঁতলায় তৃণমূল কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আহত তৃণমূলকর্মীর নাম শেখ কামরুন আলি। তিনি স্থানীয় তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতা বলে জানা যাচ্ছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে।
রবিবার সন্ধ্যায় বেশ কয়েক জন দুষ্কৃতী ওই তৃণমূল কর্মীকে মারধর করে বলে খবর স্থানীয় সূত্রে জান যাচ্ছে। তবে এর পিছনে রাজনৈতিক কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে।
জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার জানিয়েছেন, পারিবারিক বিবাদের জেরে মারধোর করা হয়েছে ওই ব্যক্তিকে। স্থানীয়দের তরফে, শুট আউট হয়েছে বলে দাবি করা হলেও গুলি চলার তত্ত্ব সম্পূর্ণ খারিজ করে দিয়েছেন জেলা পুলিশ সুপার। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে ওই এলাকায়।