Tree Cutting: সরকারি গাছ কেটে বিজেপি পঞ্চায়েত সদস্যর স্বামী বললেন, ‘ফুটবল কিনতে করেছি’

Ghatal: বনমালী দলুই বলেন, এলাকায় ছেলেদের খেলার জন্য মাঠ ঘেরা ও খেলার সরঞ্জাম কিনতেই এই গাছটি বিক্রি করা হয়। বনমালী দলুইয়ের কথায়, "আমি প্রধানকে জানাই এ নিয়ে। প্রধান অতটা গুরুত্ব দেননি। পঞ্চায়েত সদস্যকে বললে একটা কাগজ দেয়। সেটা নিয়ে করেছি।" তবে এভাবে গাছ কেটে যে তিনি অন্যায় করেছেন, তা স্বীকারও করে নিয়েছেন।

Tree Cutting: সরকারি গাছ কেটে বিজেপি পঞ্চায়েত সদস্যর স্বামী বললেন, 'ফুটবল কিনতে করেছি'
বনমালী দোলুই। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Feb 04, 2024 | 10:15 PM

ঘাটাল: সরকারি জায়গার গাছ কাটার অভিযোগ বিজেপির পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাটা গাছ বাজেয়াপ্ত করে ঘাটাল থানার পুলিশ। ঘাটাল থানার মনোহরপুর এলাকার ঘটনা। অভিযোগের আঙুল মনোহরপুরের পঞ্চায়েত সদস্য মিঠু দোলুইয়ের স্বামী বনমালী দোলুইয়ের দিকে। অভিযোগ, তিনি কোনও অনুমতি ছাড়াই মনোহরপুর পঞ্চায়েতের গাছ বিক্রি করে দেন।

বনমালী দলুই বলেন, এলাকায় ছেলেদের খেলার জন্য মাঠ ঘেরা ও খেলার সরঞ্জাম কিনতেই এই গাছটি বিক্রি করা হয়। বনমালী দলুইয়ের কথায়, “আমি প্রধানকে জানাই এ নিয়ে। প্রধান অতটা গুরুত্ব দেননি। পঞ্চায়েত সদস্যকে বললে একটা কাগজ দেয়। সেটা নিয়ে করেছি।” তবে এভাবে গাছ কেটে যে তিনি অন্যায় করেছেন, তা স্বীকারও করে নিয়েছেন।

অভিযোগ পেয়ে ঘাটাল থানার ওসি শঙ্খ ঘোষ ঘটনাস্থলে যান। কাটা গাছটি বাজেয়াপ্ত করে নিয়ে এসেছে থানায়। এদিকে পুলিশ ঘটনাস্থলে গেলে কয়েকজন হইচইয়ের চেষ্টা করে। পুলিশের সঙ্গে এ নিয়ে কথা কাটাকাটিও হয়। পুলিশের বক্তব্য, সরকারি জায়গার গাছ কেটে নিয়ে যাওয়াটা আইনত অপরাধ। তারপর কেউ গলাবাজি করতে না কখনওই মেনে নেওয়া হবে না। যদি সত্যিই খেলার সামগ্রী কেনার ইচ্ছা ছিল, তাহলে বনদফতরের অনুমতি নেওয়া হল না কেন, প্রশ্ন তোলে পুলিশ।