Pradhan Mantri Awas Yojana : প্রধানের কাছে আবাস যোজনার তালিকা চাইতেই বিজেপি কর্মীদের মারধর, অভিযুক্ত তৃণমূল
Pradhan Mantri Awas Yojana : এলাকার বিজেপি নেতা গোপাল রাওয়ের দাবি, সার্ভের পর প্রধানমন্ত্রী আবাস যোজনায় কাদের নাম বাদ যাচ্ছে, কারা পাচ্ছেন তার তালিকা চাইতেই তাঁরা অঞ্চল অফিসে গিয়েছিলেন। সেখানেই তাঁদের উপর চড়াও হয় তৃণমূলের লোকেরা।
ডেবরা: ‘আবাস বিক্ষোভে’ উত্তাল গোটা রাজ্য। কোথাও প্রধানমন্ত্রী আবাস যোজনার (Pradhan Mantri Awas Yojana) সার্ভেতে গেলে আশাকর্মীদের বাধা দেওয়ার অভিযোগ উঠছে তৃণমূল নেতাদের বিরুদ্ধে, আবার কোথাও যাচাইয়ের কাজে গেলে সরকারি কর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে। ঘরের দাবিতে পথে নেমেছেন গরিব-দুস্থ মানুষেরা। এবার আবাস যোজনার তালিকা চাওয়াকে কেন্দ্র করে অঞ্চল অফিসের সামনেই তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা। আহত দুই দলের তিন জন। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়।
এলাকার বিজেপি নেতা গোপাল রাওয়ের দাবি, সার্ভের পর প্রধানমন্ত্রী আবাস যোজনায় কাদের নাম বাদ যাচ্ছে, কারা পাচ্ছেন তার তালিকা চাইতেই তাঁরা অঞ্চল অফিসে গিয়েছিলেন। কিন্তু লিস্ট না পাওয়াতেই তাঁরা প্রতিবাদে সরব হন। অভিযোগ, অঞ্চল অফিস থেকে বেরোতেই তৃণমূলের কিছু লোক বিজেপির পঞ্চায়েত সদস্য ও বুথ সভাপতিকে বেধড়ক মারধর করেন। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসক তৃণমূল। তাঁদের দাবি, বিডিও-র নির্দেশে তালিকার একটি লিঙ্ক ইতিমধ্যেই দেওয়া হয়েছে। তারপরেও বলপূর্বক ঝামালে পাকানোর চেষ্টা করছিল বিজেপি। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে যায় ডেবরা থানার পুলিশ। তাঁরাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সূত্রের খবর, আহতদের মধ্যে ১ জন তৃণমূল কংগ্রেস কর্মী ও ২ জন বিজেপি কর্মী রয়েছে। বর্তমানে তাঁরা ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা গোপাল রাও বলেন, “আবাস যোজনার তালিকা নিতে আমরা পঞ্চায়েত প্রধানের কাছে যাই। আমরা ৭-৮ জন ছিলাম। কিন্তু, তিনি নথি দিতে অস্বীকার করেন। এরপরই তৃণমূলের ২৫-৩০ জন এসে আমাদের মারধর করে। আমাদের এক পঞ্চায়েত সদস্যকেও মারা হয়। বুথ সভাপতিকেও মারা হয়। ওদের হাসপাতালে নিয়ে এসেছি।” পাল্টা অঞ্চল প্রধান পিয়ালী পাত্র সিংহ বলেন, “আমি অফিসে ছিলাম। মারধর কিছু হয়নি। আমাদের কাছে তো লিস্ট নেই। যা হচ্ছে আধিকারিকদের নির্দেশে হচ্ছে। বিডিও ম্যাডামের নির্দেশে আমরা একটা লিঙ্ক দিয়েছি। বিজেপির যে সদস্য রয়েছে। তার লিস্টও দিয়ে দেওয়া হয়েছে। লিঙ্কে আছে। তবে ওনাদের কোনওভাবেই মারধর করা হয়নি। ওনারাই ভাঙচুর করেছেন অফিসে। আমরা পুলিশে অভিযোগ জানাব।”