Medinipur: কার্নিভালের মঞ্চে বিজয়ার শুভেচ্ছা বিনিময় শ্রীকান্ত-জুনের, ভিডিয়ো বিতর্কের পর এই প্রথম

Medinipur News: এদিন মঞ্চের মাঝে বসেন জুন মালিয়া। তারপর উত্তরা সিং হাজরা, মানস ভুঁইয়্যা। তারপরই শ্রীকান্ত মাহাতো বসেন।

Medinipur: কার্নিভালের মঞ্চে বিজয়ার শুভেচ্ছা বিনিময় শ্রীকান্ত-জুনের, ভিডিয়ো বিতর্কের পর এই প্রথম
একই মঞ্চে জুন মালিয়া, শ্রীকান্ত মাহাতো।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 07, 2022 | 9:13 PM

মেদিনীপুর: পুজো কার্নিভালই মিলিয়ে দিল রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো ও বিধায়ক জুন মালিয়াকে। প্রকাশ্য মঞ্চেই শ্রীকান্তকে বিজয়ার শুভেচ্ছা জানালেন বিধায়ক জুন মালিয়া। শুভেচ্ছা বিনিময় করলেন শ্রীকান্তও। দু’জনেরই হাসি মুখ। গত অগস্টে একটি ভিডিয়ো সামনে আসে। সেখানে রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী তথা শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতোকে দলের কয়েকজনের নাম করে ‘সমালোচনা’ করতে শোনা যায়। সেই তালিকায় নাম ছিল জুন মালিয়া, নুসরত জাহান, মিমি চক্রবর্তীদের। যা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়। মুখ্যমন্ত্রী নিজে হস্তক্ষেপ করেন এই ঘটনায়। জুন মালিয়ার নাম করে ক্ষমা চাইতে বলা হয় শ্রীকান্ত মাহাতোকে।

মাসখানেক আগে অবশ্য খড়্গপুর ইন্ড্রাস্ট্রিয়াল পার্কে এক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এই পরিস্থিতি স্বাভাবিক করার নির্দেশ দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরে বেরিয়ে তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর অজিত মাইতি জানান, বিধায়ক জুন মালিয়া এবং রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতোকে একে অন্যের সঙ্গে হাত মিলিয়ে দিয়েছেন নেত্রী।

অজিত মাইতি বলেছিলেন, “দু’জনেই সহকর্মী, ভুল বোঝাবুঝি হতে পারে। নিজে দাঁড়িয়ে থেকে দিদির মতো উনি দু’জনের হাত মিলিয়ে দেন। আমাকে বলেন, ‘অজিত জুনকে সম্পূর্ন প্রোটেকশন দিবি, ভাল মেয়ে’।” এ প্রসঙ্গে জুন মালিয়ার বক্তব্য ছিল, “দিদি তাঁর তরফ থেকে বলেছেন, আমি তো কোনও অভিযোগ জানাইনি। যেটা পার্টি দেখে বুঝেছে, ভিডিয়োটা ভাইরাল হয়েছিল সেটা দেখেছেন। সেটা ক্লোজড চ্যাপ্টার। দিদি সব সময় পাশে আছেন, থাকবেন… তা বুঝিয়ে দিয়েছেন।”

যদিও ইন্ডাস্ট্রিয়াল পার্কে বৈঠকের পর আর জুন ও শ্রীকান্তকে একসঙ্গে কোনও সভামঞ্চে দেখা যায়নি। শুক্রবার মেদিনীপুর শহরে দুর্গাপুজোর কার্নিভাল ছিল। সেখানেই এক মঞ্চে দেখা হয় তাঁদের, কথাও হয়। যদিও জুন ও শ্রীকান্তের আসনের দূরত্ব কিছুটা থেকেই গিয়েছে। এদিন মঞ্চের মাঝে বসেন জুন মালিয়া। তারপর উত্তরা সিং হাজরা, মানস ভুঁইয়্যা। তারপরই শ্রীকান্ত মাহাতো বসেন। তবে প্রকাশ্যে তাঁদের সৌজন্য বিনিময়ে খুশি দলের কর্মীরা।