Recruitment Scam: ভিতরে তখন দিলীপ ঘোষ, বাইরে চাকরির নামে ‘প্রতারণা’য় বেধড়ক মার মহিলাকে
Medinipur News: পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের গোলবাজারের একটি আবাসনে বৃহস্পতিবার দুপুরে বিজেপির শ্রমিক সংগঠন, ভারতীয় রেলওয়ে মাল গুদাম শ্রমিক সংঘের সম্মিলনী অনুষ্ঠান হয়।
মেদিনীপুর: প্রাইমারি এসএসসিতে চাকরি দেওয়ার নাম করে একাধিক অভিযোগ উঠেছে। এবার এক মহিলাকে মারধরের ঘটনায় রেলে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠে এল। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের উপস্থিতিতে বৃহস্পতিবার বিজেপির শ্রমিক সংগঠনের অনুষ্ঠান ছিল খড়গপুর শহরে। সেই অনুষ্ঠান চলাকালীন রেলে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ তুলে এক মহিলাকে মারধর করার অভিযোগ উঠল। ঘটনায় কুলুপ সংগঠনের নেতাদের।
পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের গোলবাজারের একটি আবাসনে বৃহস্পতিবার দুপুরে বিজেপির শ্রমিক সংগঠন, ভারতীয় রেলওয়ে মাল গুদাম শ্রমিক সংঘের সম্মিলনী অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে যোগ দিতে আসেন সদস্যরা। মালদহ থেকে এসেছিলেন বেশ কয়েকজন। তাঁদের নজরে আসে জেলারও আরও এক মহিলা। অভিযোগ, ওই মহিলা নাকি রেলে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছিলেন।
এদিন তাঁকে সামনাসামনি পেয়েই তুমুল চিৎকার চেঁচামেচি শুরু হয়। এক মহিলাকে বলতে শোনা যায়, “লাখ লাখ টাকা নিয়ে আমাদের নিঃস্ব করে ছ’মাস ধরে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। আজ আমরা হাতেনাতে ধরেছি। কারও কাছ থেকে ২ লাখ, কারও থেকে আড়াই লাখ টাকা নিয়েছে। বলেছিল, রেলের গুদামে চাকরি দেবে।” এদিকে যে মহিলাকে মারধর করা হয় বলে অভিযোগ, তাঁর আবার দাবি, “আমিও প্রার্থী। আমি সব মিটিংয়ে থাকলেও টাকা নিইনি। বরং আমি নিজেও ৩ লাখ টাকা দিয়েছি। আমার ভাইয়ের নামে দিয়েছি ৩ লাখ টাকা। যদিও চাকরি প্রার্থীরা সেসব শুনতে নারাজ। মহিলার সমস্ত দাবি মিথ্যা বলে, বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় অনুষ্ঠান ভবনের ভিতর। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “এখানকার ইউনিয়নের যারা নেতা আছেন, তাঁদের জিজ্ঞাসা করুন। তাঁরা দেখবেন ব্যাপারটা কী।”