West Medinipur Crime: ভাইয়ে-ভাইয়ে ঝামেলা থামানোর চেষ্টা করেছিলেন, প্রতিবেশীকে চুকোতে হল চরম মূল্য

West Medinipur Crime: সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন হরিপদ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে সবং গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

West Medinipur Crime: ভাইয়ে-ভাইয়ে ঝামেলা থামানোর চেষ্টা করেছিলেন, প্রতিবেশীকে চুকোতে হল চরম মূল্য
দেহ উদ্ধার
Follow Us:
| Edited By: | Updated on: Sep 22, 2022 | 9:46 AM

পশ্চিম মেদিনীপুর: দুই ভাইয়ের মধ্যে ঝামেলা। মাঝেমধ্যেই তা হয়। প্রতিবেশীরা মাঝেমধ্যে তার মধ্যস্থতাও করতেন, এদিনও করেছেন। দুই ভাইয়ের মধ্যে তুমুল ঝগড়া, তা থেকে মারামারি। তাদের যুদ্ধ থামাতে গিয়ে বেঘোরে মৃত্যু হল এক প্রতিবেশীর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের সবং থানার ১ নম্বর দেভোগ অঞ্চলের বদলপুর এলাকার চকপালশা গ্রামে। মৃতের নাম হরিপদ শিট।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে প্রায় আটটা নাগাদ চকপালশা গ্রামের বাসিন্দা ভোলানাথ শিট ও তাঁর ভাই মদনমোহনের মধ্যে তুমুল বচসা হতে থাকে। বচসা থেকে তা হাতাহাতিতে গড়ায়। সেই সময় হরিপদ নামে ওই প্রতিবেশী তাঁদের ঝামেলা মেটাতে আসেন। দুই ভাইয়ের মারামারি ছাড়াতে গেলে ছোট ভাই মদনের লাঠির বাড়ি গিয়ে পড়ে হরিপদর মাথায়।

সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন হরিপদ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে সবং গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পরই অভিযুক্ত মদনমোহন এলাকা থেকে ফেরার হয়ে যান।

বড় ভাই ভোলানাথ শিটের বক্তব্য,” ভাই বাড়িতে এসে প্রায় নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে এসে গণ্ডগোল করতেন। এদিনও বাড়িতে এসে দু’এক কথা নিয়ে ঝগড়া শুরু করে। অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে, সেইসময় আমাকে মারতে উদ্যত হলে আমাদের এক প্রতিবেশী হরিপদ তাকে আটকানোর চেষ্টা করলে,তাঁকে মাথায় লাঠি দিয়ে আঘাত করে।”

ঘটনার পর থেকেই ভাই মদন মোহন ফেরার রয়েছে। সবং থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার আকস্মিকতায় শোকস্তব্ধ এলাকা। ঘটনায় ইতিমধ্যেই ওই ব্যাক্তির খোঁজ শুরু করেছে সবং থানার পুলিশ।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা গ্রাম জুড়ে