Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Diamond Harbour: ICU-তে নাবালিকাকে শ্লীলতাহানি, ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজের ঘটনায় গ্রেফতার আরও এক

Diamond Harbour: মঙ্গলবার দুপুরেই পরিবারের কাছে ভেঙে পড়েন নির্যাতিতা। জানিয়ে দেন, প্রতিটি রাতের সেই মানসিক যন্ত্রণার কথা। তারপরই হইচই পড়ে যায় মেডিক্যাল কলেজ জুড়ে। হাসপাতালের মধ্যেও কি নিরাপদ নন মহিলারা?

Diamond Harbour: ICU-তে নাবালিকাকে শ্লীলতাহানি, ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজের ঘটনায় গ্রেফতার আরও এক
ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজImage Credit source: ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Feb 28, 2025 | 1:41 PM

ডায়মন্ড হারবার: ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে অসুস্থ কিশোরীকে শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার আরও এক। শুক্রবার সেই মেডিক্য়াল কলেজেরই বিজু দাস নামে এক সাফাইকর্মীকে গ্রেফতার করে পুলিশ। এর আগে বিনোদ পন্ডিত নামে আরও এক সাফাইকর্মীকে গ্রেফতার করা হয়েছে ডায়মন্ড হারবার পুলিশ তরফে।

পরিবার সূত্রে খবর, গত শনিবার শারীরিক অসুস্থতা নিয়ে ওই মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছিলেন নাবালিকা। স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণীর ছাত্রী সে। শরীর অত্যাধিক খারাপ হওয়ায় তাঁকে দ্রুত স্থানান্তরিত করা হয় আইসিইউ ওয়ার্ডে। কিন্তু বিপদ যেন সেখানেও পিছু ছাড়ে না।

পরিবারের অভিযোগ, ভর্তির পর থেকেই নাবালিকার উপর শারীরিক নির্যাতন চালাতে শুরু করেন ওই হাসপাতালের দুই সাফাইকর্মী। এমনকি, নির্যাতিতা মুখ খুললে মেরে ফেলারও হুমকি দেয় সেই দুই অভিযুক্ত। দুই সাফাইকর্মীর ভয়ে শনিবার রাত থেকেই চুপ করেছিলেন নির্যাতিতা। কিন্তু মনের সঙ্গে এই যুদ্ধে আর পেরে উঠেছিল না সে।

মঙ্গলবার দুপুরেই পরিবারের কাছে ভেঙে পড়েন নির্যাতিতা। জানিয়ে দেন, প্রতিটি রাতের সেই মানসিক যন্ত্রণার কথা। তারপরই হইচই পড়ে যায় মেডিক্যাল কলেজ জুড়ে। হাসপাতালের মধ্যেও কি নিরাপদ নন মহিলারা? প্রশ্ন তুলে সুর চড়ান একাংশ। এদিকে মেয়ের অভিযোগ শুনে দ্রুত থানা দ্বারস্থ হয় পরিবার। তারপরই অ্য়াকশনে নামে পুলিশ। রাতেই গ্রেফতার করা হয় এই ঘটনা অভিযুক্ত বিনোদ পন্ডিতকে। এরপর আজ আবার গ্রেফতার হলেন আরও এক অভিযুক্ত।