Police Beaten: অস্ত্রধারী দুষ্কৃতীকে ধরতে গিয়ে আক্রান্ত দুই পুলিশকর্মী, উদ্ধার পিস্তল ও গুলি
Miscreants: পুলিশ সূত্রে জানা গিয়েছে, শাহজাহান মোল্লা কুখ্যাত এক জন দুষ্কৃতী। রবিবার সে আগ্নেয়ান্ত্র নিয়ে ঘুরছিল ভরা বাজারে। এবং বাজারের লোকজনকে ভয় দেখাচ্ছিল।
জয়নগর: কুখ্যাত দুষ্কৃতীকে ধরতে গিয়েছিলেন দুই পুলিশকর্মী। সেখানে গেলে দুষ্কৃতী হামলা চালায় পুলিশকর্মীদের উপর। এর জেরে দুই পুলিশকর্মী গুরুতর আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে ওই পুলিশকর্মীদের। পরে অবশ্য অভিযুক্ত দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। তাঁর থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। রবিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলি থানা এলাকার চুপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েতের গাজিরহাট এলাকায়। অভিযুক্ত দুষ্কৃতীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা আগে থেকেই ছিল বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতার হওয়া দুষ্কৃতীর নাম শাহজাহান মোল্লা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শাহজাহান মোল্লা কুখ্যাত এক জন দুষ্কৃতী। রবিবার সে আগ্নেয়ান্ত্র নিয়ে ঘুরছিল ভরা বাজারে। এবং বাজারের লোকজনকে ভয় দেখাচ্ছিল। গোপন সূত্রে সেই খবর যায় পুলিশের কাছে। দুষ্কৃতীকে হাতে নাতে ধরতে চুপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েতের গাজিরহাট এলাকায় যায় কুলতলি থানার পুলিশকর্মীরা। শাহজাহানকে ধরতে গেলে দীপঙ্কর দাস নামে একজন সাব ইন্সপেক্টর ও দুধআলি মোল্লা নামের অপর একজন ভিলেজ পুলিশকে ব্যাপক মারধর করে দুষ্কৃতীরা। এর জেরে আহত হন ওই দুজন। যদি বাকি পুলিশকর্মীরা শাহজাহানকে ধরে ফেলেন। তাঁর কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। আক্রান্ত পুলিশকর্মীদের উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে নিয়ে যাওয়া হয় জামতলায় জয়নগর-কুলতলি ব্লক গ্রামীণ হাসপাতালে। শারীরিক অবস্থা খারাপ থাকায় দুজনকেই জয়নগরের একটি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়।
ধৃত ওই দুষ্কৃতীর নামে এর আগে অস্ত্র আইনে মামলা রুজু রয়েছে কুলতলি থানায়l ওই দুষ্কৃতীকে সোমবার বারুইপুর মহকুমা আদালতে পাঠাবে কুলতলি থানার পুলিশI