Koi Fish: গলায় কই মাছ আটকে মৃত্যু যুবকের! কীভাবে? শুনলে চমকে যাবেন
Purba Burdwan: বৃহস্পতিবার রাতে বর্ধমানে ডাক্তার দেখিয়ে স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলেন সাগর। জৌগ্রাম স্টেশনে রাত ৮ টার ট্রেনে নামার পর তারা দু'জনে হেঁটে তেলে গ্রামে ফিরছিলেন। চারদিক জলমগ্ন। স্বামী-স্ত্রীর নজরে আসে জমা জলে কই মাছ ঘুরছে।
পূর্ব বর্ধমান: গলায় কই মাছ আটকে মর্মান্তিক পরিণতি হল এক যুবকের। বর্ধমানের জামালপুরের ঘটনা। নিহতের নাম সাগর রায় (৩৫)। জামালপুরের তেলে গ্রামে ঘটনাটি ঘটে। সেখানেই স্ত্রীকে নিয়ে থাকতেন সাগর। বাড়ি হুগলির পাণ্ডুয়ায়। তেলে গ্রামে ভাড়া বাড়িতে থাকতেন তিনি।
বৃহস্পতিবার রাতে বর্ধমানে ডাক্তার দেখিয়ে স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলেন সাগর। জৌগ্রাম স্টেশনে রাত ৮ টার ট্রেনে নামার পর তারা দু’জনে হেঁটে তেলে গ্রামে ফিরছিলেন। চারদিক জলমগ্ন। স্বামী-স্ত্রীর নজরে আসে জমা জলে কই মাছ ঘুরছে।
সাগর রায় প্রথমে দু’হাতে দু’টি কই মাছ ধরেন। পরে রাস্তায় আরেকটি কই মাছ দেখতে পেয়ে তা ধরতে যান তিনি। সাগরের এক আত্মীয় ধলা রায়ের কথায়, “কই মাছ ধরতে গিয়েছিল। দু’হাতে দু’টো কই মাছ ধরেছে। তখন জলে আরেকটা মাছ লাফাচ্ছে দেখে সেটাকে ধরতে যাচ্ছিল। একটা মাছ মুখে ধরে আরেকটা তুলতে যাচ্ছিল। সেই সময়ই মুখের ভিতর মাছটা চলে যায়। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি।” এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকেরা। গ্রামের বাড়িতে খবর যেতেই আত্মীয়স্বজন আসতে শুরু করেন। কীভাবে এমন বিপদ ঘটল, কূল কিনারা পাচ্ছেন না কেউ।