Corona Report: তখনও চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি! পাত্রী ‘করোনা পজ়েটিভ’ খবর পেতেই বিয়ে রুখল প্রশাসন
Bardhaman: যদিও পাত্রীর দাবি তার রিপোর্ট নেগেটিভ।
পূর্ব বর্ধমান: ধুমধামের সঙ্গে চলছিল বিয়ের আয়োজন। কিন্তু পাত্রী করোনা পজ়েটিভ আর এই খবর কানে পৌঁছাতেই বিয়ে রুখে দিল প্রশাসন। যদিও,পাত্রীর পরিবারের দাবি তাঁদের মেয়ের রিপোর্ট নেগেটিভ। গোটা ঘটনায় রীতিমত চাঞ্চল্য এলাকায়।
ঘটনাস্থান পূর্ব বর্ধমানের ভাতার (Bhatar)। সেখানকার বছর ছাব্বিসের এক তরুণীর বাড়িতে আগামী রবিবার বিয়ের দিন ছিল। স্বাভাবিক ভাবেই বিয়ের অনুষ্ঠানের জন্য ব্যস্ততা ছিল পরিবারের। তৈরি হয়ে গিয়েছিল বিয়ের প্য়ান্ডেল। বাজারহাটও প্রায় সম্পূর্ণ ছিল।
এরপর গত মঙ্গলবার দাঁতের স্কেলিং করতে বর্ধমানে ডেন্টাল হাসপাতালে গিয়েছিলেন ওই তরুণী। সেখানে তার করোনা পরীক্ষা করালে পজ়িটিভ রিপোর্ট আসে। স্বাস্থ্য দফতরের নিয়ম মাফিক সেই রিপোর্ট ভাতারের ব্লক স্বাস্থ্য আধিকারিক ও ব্লক প্রশাসনের কাছে পাঠিয়ে দেয়।
শুক্রবার সন্ধ্যায় প্রশাসনের প্রতিনিধিরা গিয়ে বিয়ে বন্ধ রাখার নির্দেশ দেন। যদিও তরুণী দাবি করেন, “আমার কোনও উপসর্গ ছিল না। পজ়িটিভ রিপোর্ট আসার পর সন্দেহ হলে ফের আমি করোনা পরীক্ষা করাই। বৃহস্পতিবার আমার নেগেটিভ রিপোর্ট এসেছে। তাহলে কোনটা ঠিক?”
যদিও, ভাতারের বিডিও অরুণ কুমার বিশ্বাস বলেন, “ওই তরুণীর দুটি রিপোর্ট সম্পর্কে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। উর্ধ্বতন কর্তৃপক্ষের ও স্বাস্থ্য দফতরের নির্দেশ মতোই বিয়ে বন্ধ রাখতে বলা হয়েছে। আপাতত নিয়ম অনুযায়ী তাকে হোম কোয়ারিন্টানে থাকতে হবে।”
“শুক্রবার দুপুরে প্রথমদফায় স্বাস্থ্য দফতরের প্রতিনিধিরা ওই তরুণীর বাড়িতে গিয়ে বিয়ের অনুষ্ঠান করতে নিষেধ করে আসে। কিন্তু তরুণীর পরিবার রাজি হয়নি। তারপর রাতে বিডিও ও ব্লক স্বাস্থ্য আধিকারিক ওই বাড়িতে গিয়ে বিয়ে বন্ধের নির্দেশ দিয়ে আসেন।
এদিকে,তরুণীর বাবা বলেন,” আমি প্রশাসনের কাছে অনুরোধ করেছিলাম যাতে বিয়েটা অন্তত হয়। হাট বাজার সব নষ্ট হয়ে যাবে।আমার চরম ক্ষতি হয়ে গেল।পাত্রীর মা বলেন,সব্জী বাজার থেকে সব কিছুই কেনা হয়েছে। এখন কি হবে জানি না।”