Bardhaman: সকালে ৬ হাজার দিলে রাতে পাবেন অতিরিক্ত ৩০০ টাকা, অনলাইন প্রতারণা চক্র চালিয়ে গ্রেফতার ১
Burdwan: পূর্ব বর্ধমানের ডেপুটি পুলিশ সুপার রাকেশ চৌধুরী জানিয়েছেন, ধৃতের নাম সৌমেন সোম। তাঁকে পূর্ব বর্ধমানের কালনা গেট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। শনিবার অভিযুক্তকে বর্ধমান আদালতে পাঠানো হয়েছে। তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত করতে চেয়েছে পুলিশ।
বর্ধমান: মাত্র ৬ হাজার টাকার লগ্নি করলেই প্রতিদিন মিলবে অতিরিক্ত তিনশো টাকা। শুধু তাই নয়, আরও কাউকে এই চেইনে যুক্ত করতে পারলে মিলবে ১২০০ টাকা কমিশন। কিন্তু কাজের কাজ কিছুই হত না। উল্টে পকেট ফাঁকা হত। অভিনব কায়দায় অনলাইন এমনই প্রতারণা চক্রের হদিশ পেল বর্ধমান থানার পুলিশ। চক্রে জড়িত থাকার সন্দেহে গ্রেফতারও একজন।
পূর্ব বর্ধমানের ডেপুটি পুলিশ সুপার রাকেশ চৌধুরী জানিয়েছেন, ধৃতের নাম সৌমেন সোম। তাঁকে পূর্ব বর্ধমানের কালনা গেট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। শনিবার অভিযুক্তকে বর্ধমান আদালতে পাঠানো হয়েছে। তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত করতে চেয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, বিটকয়েনে টাকা লগ্নি করে দ্রুত টাকা আদায় করার প্রলোভন দেখিয়ে ফাঁদ পাতা হত। মাত্র ৬ হাজার টাকা লগ্নি করে প্রতিদিন ৩০০ টাকা আয়ের লোভ দেখানো হয়। একটি অ্যাপের মাধ্যমে এই কাজ চলত বলে খবর। শুধু অন্য কাউকে এই চেইনে যুক্ত করতে পারলে ১২০০ টাকা কমিশন দেওয়ার কথা বলা হত। বেশ কয়েকজন এর মাধ্যমে প্রতারিত হয়েছেন। এই চক্র কত বড় এবং তাদের শিকড় কোথায় তার তদন্ত শুরু করেছে পুলিশ।