দেখাতে পারেননি বৈধ কাগজ, জানাতে পারেননি ভারতে আসার কারণও! বর্ধমানে গ্রেফতার বাংলাদেশি
Burdwan: ধৃত ব্যক্তি জেরায় জানিয়েছেন, তাঁর নাম ওসমান আলি। বাংলাদেশের ঝেরাইদাহ জেলার কোটচাঁদপুর থানার কাগমারি গ্রামে তাঁর বাড়ি।
পূর্ব বর্ধমান: বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে এক জনকে গ্রেফতার করল বর্ধমান (Burdwan) পুলিশ।
শনিবার বিকেলে পূর্ব বর্ধমানের ভাতার বাজারে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছিলেন ওই ব্যক্তি। সেসময় কর্তব্যরত পুলিশ কর্মীদের নজরে পড়ে লাল গেঞ্জি পরিহিত ওই ব্যক্তিকে। পুলিশের সন্দেহ হওয়ায় তাঁকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। কথায় একাধিক অসঙ্গতি থাকায় তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশের জেরায় নিজের পরিচয় জানিয়েছেন ওই ব্যক্তি।
ধৃত ব্যক্তি জেরায় জানিয়েছেন, তাঁর নাম ওসমান আলি। বাংলাদেশের ঝেরাইদাহ জেলার কোটচাঁদপুর থানার কাগমারি গ্রামে তাঁর বাড়ি। ভারতে আসার জন্য তাঁর কাছে কোনও বৈধ কাগজপত্র ছিল না। কী উদ্দেশ্যে বিনা অনুমতিতে ভারতে এসেছিলেন, তা জানার চেষ্টা করছে পুলিশ। ধৃতকে রবিবার বর্ধমান আদালতে পাঠানো হবে। অনুপ্রবেশ আইনে গ্রেফতার করা হয়েছে তাঁকে।
অন্যদিকে, গত সপ্তাহেই স্বরূপনগর সীমান্তে ৪ মহিলা সহ ৯ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার বিথারি-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ তারালী সীমান্তে সন্দেহজনকভাবে তাঁদের ঘোরাফেরা করতে দেখা যায়।
সেই সময় টহলরত ১১২ নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা তাঁদের আটকে প্রশ্ন করেন। কথায় একাধিক অসঙ্গতি ধরা পড়ে। তল্লাশির পর বিএসএফ দেখে তাঁরা বৈধ কাগজপত্র ছাড়াই ভারতে ঢুকেছেন। সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা ওই বাংলাদেশিদের আটক করে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দিয়েছে। আরও পড়ুন: পলিথিন প্যাকেট থেকে পেট্রোল বোমাটি বার করে ‘স্মার্টলি’ ছুড়ে দিলেন দোতলা বাড়িতে! ভয়ঙ্কর ঘটনা হাওড়ায়