Burdwan: ‘৫ লক্ষ নয়, বর্ধমান স্টেশনে বিপর্যয়ে মৃত ৩ জনের পরিবার পিছু ক্ষতিপূরণ দিতে হবে ১০ লক্ষ টাকা’
Burdwan: প্রসঙ্গত, বর্ধমান স্টেশনে বুধবার সকালে ভয়ঙ্কর বিপর্যয় ঘটে। ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের মাঝে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে। ঘটনায় তিন জনের মৃত্যু হয়। আহত হন অন্তপক্ষে ২৭-২৮ জন। রেলের তরফে ইতিমধ্যেই মৃতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণের কথা ঘোষণা করা হয়েছে।
বর্ধমান: বর্ধমান রেল স্টেশনে দুর্ঘটনায় মৃত ৩ জনের পরিবারকে ১০ লক্ষ টাকা ও পরিবারের একজনকে চাকরির দাবিতে স্মারকলিপি দিল সিটু। বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলা সিটুর সভাপতি নজরুল ইসলামের নেতৃত্বে বর্ধমান স্টেশনের সামনে বিক্ষোভ দেখান। তারপর তাঁরা স্টেশন কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দেয়। সিটুর জেলা সভাপতি নজরুল ইসলাম বলেন, “রেল প্রশাসনের অবহেলা ও উদাসীনতার জন্য এতবড় দুর্ঘটনা ঘটে। তিন জনের মৃত্যু হয়। বহু যাত্রী আহত হন।” তিনি দাবি করেন. ৫ লক্ষ টাকা নয়, মৃতের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি তিনি বলেন, “দুর্ঘটনায় জখমদের সুষ্ঠু চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তাঁদের বাড়ি যাওয়ার ব্যবস্থা করতে হবে রেলকে।”
প্রসঙ্গত, বর্ধমান স্টেশনে বুধবার সকালে ভয়ঙ্কর বিপর্যয় ঘটে। ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের মাঝে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে। ঘটনায় তিন জনের মৃত্যু হয়। আহত হন অন্তপক্ষে ২৭-২৮ জন। রেলের তরফে ইতিমধ্যেই মৃতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণের কথা ঘোষণা করা হয়েছে। মৃতের পরিবারকে পাঁচ লক্ষ টাকা ও আহতদের মাথা পিছু ১০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে রেল। কিন্তু বিরোধীদের দাবি, মৃত ৩ জনের পরিবারকে ১০ লক্ষ টাকা ও পরিবারের একজনকে চাকরি দিতে হবে রেলকে। এই বিপর্যয়ের দায়ভার রেলের কাঁধে ঠেলছেন বিরোধীরা।