Burdwan University: মেন গেটে তালা, বিক্ষোভে উত্তাল বর্ধমান বিশ্ববিদ্যালয়

Burdwan University: বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তৃণমূলের কর্মচারী সংগঠনের সাধারণ সম্পাদক শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায় আন্দোলনরত এসএফআই ছাত্রছাত্রীদের কাছে আন্দোলন তোলার কথা বলতে যান।

Burdwan University: মেন গেটে তালা, বিক্ষোভে উত্তাল বর্ধমান বিশ্ববিদ্যালয়
বর্ধমান বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Aug 16, 2022 | 4:08 PM

বর্ধমান: বিশ্ববিদ্যালয়ের মেন গেটের তালা ভেঙে আন্দোলন দেখাল ভারতের ছাত্র ফেডারেশন। মঙ্গলবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে একাধিক দুর্নীতির অভিযোগে স্মারকলিপি দিতে যায় এসএফআই। শহরের বাদামতলা এলাকা থেকে মিছিল সহকারে বিশ্ববিদ্যালয়ে আসে সংগঠনের ছাত্রছাত্রীরা। বিশ্ববিদ্যালয়ে ঢুকতে গিয়ে মেন গেট তালা বন্ধ দেখা যায়। আন্দোলনরত ছাত্রছাত্রীরা প্রথমে গেট টপকানোর চেষ্টা এবং পরে লাঠি ও পাথর দিয়ে গেটের তালা ভেঙে বিশ্ববিদ্যালয় চত্ত্বরে প্রবেশ করে। চলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষর বিরুদ্ধে স্লোগান। এরপর উপাচার্যের ঘরে যেতে গেলে সেখানেও তালা দেওয়া হয়। এরপর উপাচার্যের অফিসে ঢোকার মুখে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করে ছাত্রছাত্রীরা।

বিক্ষোভকারী ছাত্র বলেন, “দীর্ঘ সাত বছর ধরে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে অরাজকতা চলছে। ২০১৪ সালের পরবর্তী সময়ে যে সংস্থা অ্যাডমিট কার্ড রেজাল্ট প্রকাশ করতে ব্যর্থ হয়েছে, তাকে নতুন করে ২১ কোটি টাকার বরাত দেওয়া হয়েছে। এটা দুর্নীতি। এরকম আরও অনেক দুর্নীতি হচ্ছে বিশ্ববিদ্যালয়ে। স্বজনপোষণ, দুর্নীতি, বেনিয়ম হচ্ছে।”

এদিকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তৃণমূলের কর্মচারী সংগঠনের সাধারণ সম্পাদক শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায় আন্দোলনরত এসএফআই ছাত্রছাত্রীদের কাছে আন্দোলন তোলার কথা বলতে যান। এসএফআই এর জেলা সম্পাদক অনির্বাণ রায় চৌধুরী শ্যামাপ্রসাদকে বলেন, “আরে আপনিও তো ডিএ পাননি। আপনার উচিত আমাদের সঙ্গে আন্দোলন করা।” সঙ্গে সঙ্গেই অনির্বাণ স্লোগান শুরু করে।

পরিস্থিতি দেখে পিছু হটেন তৃণমূলের কর্মচারী সংগঠনের সাধারণ সম্পাদক। তাঁর অভিযোগ, “বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই, অথচ এস এফ আই গেট বন্ধ রেখে আন্দোলন করছে। এতে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কাজকর্ম বিঘ্নিত হচ্ছে। এসএফআই-এর আন্দোলনের নিন্দা করছি।”