Burdwan News: এক রাতেই মায়া পড়ে গিয়েছে, বয়সের কথা ভুলে সমস্ত দায়িত্ব নিতে রাজি প্রৌঢ়
Purba Burdwan: একরত্তিকে বুকে জড়িয়ে বাড়িতে নিয়ে আসেন তাপসবাবু। স্ত্রীর কোলে তুলে দেন। বাড়িতে বোনও রয়েছে তাঁর। সকলে মিলে শুরু হয় শিশুর পরিচর্যা। তাপস অধিকারী বলেন, "একটু গরম জল খাওয়ানো হল বাচ্চাটাকে। দুধও দিল। রাতটা কোনওমতে কাটল। মঙ্গলবার সকাল হতেই ডাক্তারের কাছে নিয়ে ছুটি। ডাক্তার বললেন, একটু দুর্বল ও। তবে ওষুধ, দুধ পড়েছে। তারপর অবস্থার উন্নতি হয়েছে।"
![Burdwan News: এক রাতেই মায়া পড়ে গিয়েছে, বয়সের কথা ভুলে সমস্ত দায়িত্ব নিতে রাজি প্রৌঢ় Burdwan News: এক রাতেই মায়া পড়ে গিয়েছে, বয়সের কথা ভুলে সমস্ত দায়িত্ব নিতে রাজি প্রৌঢ়](https://images.tv9bangla.com/wp-content/uploads/2023/11/large-image-burdwan.jpg?w=1280)
পূর্ব বর্ধমান: রাত তখন প্রায় সাড়ে ১০টা। পাড়ার কুকুরগুলো ভীষণ চিৎকার করছে। বোঝাই যাচ্ছে, কিছু একটা দেখেছে বা বুঝেছে। হাতে টর্চ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসেন খণ্ডঘোষ থানার পলেমপুর গ্রামের বাসিন্দা তাপস অধিকারী। যেখানে কুকুরগুলো দাঁড়িয়ে, টর্চ মারতেই দেখেন, মাচার উপর কী যেন একটা রাখা। আরেকটু এগিয়ে যেতেই চোখ কপালে ওঠে প্রৌঢ়ের। দেখেন, একটি সদ্যোজাতকে কাপড় জড়িয়ে ফেলে রেখে গিয়েছে কেউ। সে আবার কেঁদেও ওঠে এক দু’বার।
সঙ্গে সঙ্গে হইহই পড়ে যায়। ওই একরত্তিকে বুকে জড়িয়ে বাড়িতে নিয়ে আসেন তাপসবাবু। স্ত্রীর কোলে তুলে দেন। বাড়িতে বোনও রয়েছে তাঁর। সকলে মিলে শুরু হয় শিশুর পরিচর্যা। তাপস অধিকারী বলেন, “একটু গরম জল খাওয়ানো হল বাচ্চাটাকে। দুধও দিল। রাতটা কোনওমতে কাটল। মঙ্গলবার সকাল হতেই ডাক্তারের কাছে নিয়ে ছুটি। ডাক্তার বললেন, একটু দুর্বল ও। তবে ওষুধ, দুধ পড়েছে। তারপর অবস্থার উন্নতি হয়েছে।”
কিন্তু ততক্ষণে থানায় খবর পৌঁছে গিয়েছে। খণ্ডঘোষ থানার পুলিশ, চাইল্ড লাইনের আধিকারিকরা হাজির হয় গ্রামে। বাচ্চাটিকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য বলে। এদিকে এক রাতেই যে মায়া পড়ে গিয়েছে ওইটুকু একটা বাচ্চার প্রতি। বাড়ির লোকজন কেঁদে ফেলেন। তাপসবাবুর বয়স হয়েছে। তবু এ বাচ্চার দায়িত্ব নিতে তিনি রাজি। বলেন, বাড়ির সকলে মিলে দেখে রাখলে ঠিক দিন কেটে যাবে।
এদিকে পুলিশ, চাইল্ড লাইন তা কিছুতেই মানবে না। আইন যে তা মানতে দেবে না। শিশুটিকে বাধ্য হয়েই তাই চাইল্ড লাইনের হাতে তুলে দিতে হয় তাপস অধিকারীকে। তবে অধিকারী পরিবার বাচ্চাটিকে দত্তক নিতে চায়। পুলিশকে সে কথা তারা জানিয়েছে। পুলিশের পরামর্শ, দত্তক নিতে যা যা নিয়ম মানতে হয়, সবটা মেনে দরখাস্ত করতে হবে।
চাইল্ড লাইনের কর্মী সোমা দাস বলেন, “একটা সদ্যোজাত পুত্রসন্তান এখানে কেউ ফেলে দিয়ে গিয়েছে। সেটা শুনে আমরা ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট ও চাইল্ড লাইন একসঙ্গে বাচ্চাটাকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি বা সিডব্লুসিতে নিয়ে যাব।” তারপরের কথা পরে। যদিও তাপস অধিকারী ও তাঁর পরিবার চেষ্টা করছে বাচ্চাটিকে আইনি পথেই নিজেদের কাছে রাখতে। তাপস অধিকারী বলেন, “আশা ছিল বাচ্চাটাকে রাখব, মানুষ করব। ওরা নিয়ে চলে গেল। আমার থানার কাছে আবেদন রইল। আমি খুব আশা করে রয়েছি।”
![প্রেমিকাকে মনের কথা বলে উঠতে পারছেন না? রবি ঠাকুরই কিন্তু হতে পারে উত্তর... প্রেমিকাকে মনের কথা বলে উঠতে পারছেন না? রবি ঠাকুরই কিন্তু হতে পারে উত্তর...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Rabindranath-Love-Quotes.jpg?w=670&ar=16:9)
![মহাকুম্ভের শেষ পুণ্য স্নান কখন? এই দিন কী ভাবে ব্রত পালন করলে টাকায় ভরবে জীবনে? মহাকুম্ভের শেষ পুণ্য স্নান কখন? এই দিন কী ভাবে ব্রত পালন করলে টাকায় ভরবে জীবনে?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Maha-Kumbh-Snan.jpg?w=670&ar=16:9)
![কিস ডে-তে সঙ্গীকে জাপটে ধরে খান চুমু, মিলবে হাজার উপকার কিস ডে-তে সঙ্গীকে জাপটে ধরে খান চুমু, মিলবে হাজার উপকার](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/On-Kiss-Day-know-what-is-the-benefits-of-Kissing.jpg?w=670&ar=16:9)
![প্রতিদিন হাঁটলে কমতে পারে অবসাদ! গবেষণা বলছে... প্রতিদিন হাঁটলে কমতে পারে অবসাদ! গবেষণা বলছে...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Depression-can-cure-by-only-walking-says-research.jpg?w=670&ar=16:9)
![জোর করে প্রেমিকাকে অন্যত্র বিয়ে! প্রেমিকদের কী উপদেশ প্রেমানন্দ মহারাজের? জোর করে প্রেমিকাকে অন্যত্র বিয়ে! প্রেমিকদের কী উপদেশ প্রেমানন্দ মহারাজের?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/What-to-do-if-girlfriend-married-someone-else-Premanand-Maharaj-gives-guidance.jpg?w=670&ar=16:9)
![মন থেকে জাপটে ধরুন সঙ্গীকে, উষ্ণ আলিঙ্গনে মিলবে বহু উপকার মন থেকে জাপটে ধরুন সঙ্গীকে, উষ্ণ আলিঙ্গনে মিলবে বহু উপকার](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/On-Hug-day-know-What-is-the-benefits-of-Hugging.jpg?w=670&ar=16:9)