Katwa Minor Girl Death: জেনারেটর ফ্যানের সঙ্গে চুল জড়িয়ে বেরিয়ে এল খুলি, মৃত্যু দশম শ্রেণির ছাত্রীর
Picnic: মৃতের নাম ঝুমা দাস (১৫)। স্থানীয় কেতুগ্রাম উচ্চ-বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ত সে। সোমবার সকালের দিকে ঝুমা তার প্রতিবেশী সহ বন্ধুদের নিয়ে রেলসেতুর নিচে পিকিনিক করতে গিয়েছিল। পিকনিক শেষে সন্ধ্যের ভ্যানে করে বাড়ি ফিরছিল।
কাটোয়া: বন্ধুদের সঙ্গে পিকনিকে গিয়েছিলেন কিশোরী। তখনই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। জেনারেটরের পাখার বেল্টে সঙ্গে মাথার চুল জড়িয়ে মৃত্যু হল দশম শ্রেণির ছাত্রী। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে কেতুগ্রাম থানার গোমাই গ্রামে।
মৃতের নাম ঝুমা দাস (১৫)। স্থানীয় কেতুগ্রাম উচ্চ-বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ত সে। সোমবার সকালের দিকে ঝুমা তার প্রতিবেশী সহ বন্ধুদের নিয়ে রেলসেতুর নিচে পিকিনিক করতে গিয়েছিল। পিকনিক শেষে সন্ধ্যের ভ্যানে করে বাড়ি ফিরছিল। ওই ভ্যানের ভিতর চলছিল জেনারেটর ফ্যান। ঝুমা সেই ফ্যানের পাশে বসতে গিয়েছিল। তখনই চুল জড়িয়ে যার তার বেল্টে। কিছু বুঝে ওঠার আগে সে ভ্যান থেকে ছিটকে পড়ে যায়। সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় জেনারেটর। প্রত্যক্ষদর্শীদের মতে মাথার খুলি বেরিয়ে আসে।
কিশোরীর আত্মীয়রা গুরুতর জখম অবস্থায় তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃতের জেঠু সুভাষ দাস বলেন, “পিকনিক করে ফেরার পথে ভটভটি গাড়িতে জেনারেটর ছিল। ও সেখানে বসতে যায়। আর চুল ফ্যানের ভিতরে আটকে যায়। তখনই মারা গিয়েছে।”