Katwa: মেয়ের থেকে বাবা ১ বছরের ছোট! এমনটাও ঘটেছে এই বাংলায়
Katwa: কাটোয়া বিধানসভায় দেখা ভুয়ো ভোটার। মেয়ের থেকে বাবা নাকি এক বছরের ছোট। দলীয় স্ক্রুটিনিতে ভুয়ো ভোটার ধরা পড়েছে বলে অভিযোগ তুললেন তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

কাটোয়া: নামের পদবি আলাদা। একজন বাঙালি আর অন্যজন অবাঙালি। সম্পর্কে তাঁরাই নাকি বাবা-মেয়ে। আরও তাজ্জ্বব বিষয়, মেয়ে নাকি বাবার থেকে এক বছরের বড়! এই সবই আজব ঘটনা ঘটেছে এ বাংলায়। সামনের বছর বিধান সভা নির্বাচন। তার আগে ‘ভুয়ো’ ভোটার নিয়ে যখন চিন্তিত খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তিনি। এরই মধ্যে ফের সামনে এল ভুয়ো ভোটার। কাটোয়া (Katwa) বিধানসভায় দেখা ভুয়ো ভোটার। মেয়ের থেকে বাবা নাকি এক বছরের ছোট। দলীয় স্ক্রুটিনিতে ভুয়ো ভোটার ধরা পড়েছে বলে অভিযোগ তুললেন তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।
তৃণমূলের দাবি, ভোটার তালিকা অনুযায়ী ভোটার পায়েল ভাটিয়ার বয়স ৩৪। অথচ তাঁর বাবা রাহুল বণিকের বয়স ৩৩ বছর। রাহুল বণিকের দাবি, চণ্ডীগড়ের বাসিন্দা পায়েল ভাটিয়ার তাঁর বোনের বান্ধবী। দাঁইহাটে তাঁদের বাড়িতে কয়েকবার এসেছিলেন তিনি। কিন্তু কীভাবে তাঁর নাম এরাজ্যের ভোটার তালিকায় উঠেছে তা জানা নেই।
এদিকে রাহুল বণিকের মা সুনন্দা বণিক সাফ জানান, “আমার ছেলের বিয়ে হয়নি। আর পায়েল ভাটিয়া বলে কাউকে তো চিনি না। বিয়ে যখন হয়নি কী করে মেয়ে হবে?” তাঁর এও প্রশ্ন, “মেয়ের বয়স ৩৪ বছর। আর বাবার বয়স ৩৩ বছর হয় কী করে? কেউ চক্রান্ত করে আমার ছেলেকে বদনাম করার জন্য করেছে।” অপরদিকে, তৃণমূল জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের দাবি, “ভুয়ো ভোটার ঢুকিয়ে বিজেপি ভোটে জিততে চাইছে।” কাটোয়া ২ নম্বর ব্লকের বিডিও আসিফ আনসারি ফোনে জানান, “ঘটনার তদন্ত করা হবে।”





